বাকি দুই টেস্টে ইংল্যান্ডকে হারাতে চায় শ্রীলঙ্কা

সংবাদ · ইংল্যান্ড- শ্রীলঙ্কা সিরিজ
বাকি দুই টেস্টে ইংল্যান্ডকে হারাতে চায় শ্রীলঙ্কা
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

জো রুট- জেমি স্মিথের নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের মাটিতে ম্যাচ হারলেও খুব বেশি ভাবছেন না ধনঞ্জয়া ডি সিলভা। সিরিজের বাকি দুটি ম্যাচ জিতে ট্রফি নিয়েই দেশে ফিরতে চান শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে ২০৫ রানের লক্ষ্যে পৌঁছাতে গিয়ে এক পর্যায়ে ১১৯ রান তুলতে চার উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সেখান থেকে রুট-স্মিথরা ম্যাচে ফেরান ইংল্যান্ডকে। পঞ্চম উইকেট জুটিতে এই দুজন তোলেন ৬৪ রান।

আগের ইনিংসে ১১১ রান করা স্মিথ এই ইনিংসে করেন ৪৮ বলে ৩৯ রান। সঙ্গে শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রেখে ১২৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন রুট। ম্যাচ হারলেও আত্মবিশ্বাস হারাতে নারাজ শ্রীলঙ্কা।

সংবাদ সম্মেলনে ধনঞ্জয়া বলেন, 'অবশ্যই আমরা সিরিজে ফিরতে পারি। আমি কখনোই হাল ছাড়ি না। আরও দুটি সুযোগ আমাদের আছে। পরিকল্পনার প্রয়োগ ঠিকমতো করতে পারলে আমরা আরও ভালো করতে পারব বলেই বিশ্বাস করি।'

এদিকে শ্রীলঙ্কার হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন কামিন্দু মেন্ডিস। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে তিনি আউট হন ১২ রানে। তারপর দ্বিতীয় ইনিংসে চাপের মধ্যে দুর্দান্ত সব শট খেলে করেন ১১৩ রান।

তার এমন ইনিংসেই মূলত লড়াইয়ে ছিল শ্রীলঙ্কা। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে কামিন্দুর পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া। সাত ইনিংস খেলে তার সেঞ্চুরি তিনটি, হাফ সেঞ্চুরি আরও দুটি। ব্যাটিং গড় ৯২.১৬।

তার প্রশংসা করে ধনঞ্জয়া বলেন, 'প্রতি ম্যাচে ব্যাট করতে নামলেই সে রান করে। দারুণ ফর্মে আছে সে। এই মুহূর্তে তার গড় সম্ভবত ১০৮ (৯২.১৬)। দলে এসেই সে আমাদের গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠেছে। আশা করি সে ফর্ম ধরে রাখবে। তবে আমাদেরও তাকে সমর্থন করতে হবে।'

আরো পড়ুন: this topic