অবসর ভাবনা নেই স্মিথের, খেলতে চান ২০২৮ অলিম্পিকে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
১২ মার্চ ২৫
৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন অনেক ক্রিকেটার। যদিও এখনও অবসর নিয়ে কোনো ভাবনা নেই স্টিভ স্মিথের। ২০২৮ অলিম্পিকেও খেলতে চান অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটার।
সাম্প্রতিক সময়ে স্মিথের নেতৃত্বেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) চ্যাম্পিয়ন হয়েছিল ওয়াশিংটন ফ্রিডম। এরপর গতকালই তার সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি নবায়ন করে বিগব্যাশ লিগের দল সিডনি সিক্সার্স।

অর্থাৎ, কমপক্ষে ২০২৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন স্মিথ। এদিকে ২০২৮ সালে অনুষ্ঠিত হবে অলিম্পিক, যেখানে ১২৮ বছর পর যুক্ত হচ্ছে ক্রিকেট।
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
১৩ মার্চ ২৫
স্মিথ বলেন, ‘আমি আরও ৪ বছর টি–টোয়েন্টি ক্রিকেট খেলতে পারি। তাই কী হয় তা কেউ বলতে পারে না। এটা এমন একটি সংস্করণ, যেখানে আমি অন্যদের চেয়ে অনেক বেশি সময় ধরে খেলতে পারব বলে মনে করি। বিশেষ করে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আমি এখানে (বিগ ব্যাশে) ৩ বছরের জন্য চুক্তি করেছি। এরপর মাত্র একটি বছর। অলিম্পিকের অংশ হতে পারলে দারুণ হবে।’
‘অবসরের কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে খেলা উপভোগ করছি, বেশ স্বস্তিতে আছি এবং এবারের মৌসুমের দিকে তাকিয়ে আছি।’
এর আগে অলিম্পিকে ক্রিকেট হয়েছিল একবারই, ১৯০০ সালে। অংশ নেয় মাত্র দুটি দেশ। প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সোনা জিতে গ্রেট ব্রিটেন। ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে ফিরছে ক্রিকেট।