মুস্তাফিজের বদলি খুলনা টাইটান্সের তারকা পেসার

পিএসএল-২০১৮
মুস্তাফিজের বদলি খুলনা টাইটান্সের তারকা পেসার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

আন্তর্জাতিক সূচি থাকার কারণে শুক্রবার পাকিস্তান সুপার লীগে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন নিদাহাস ট্রফির কারণে রবিবার দেশে ফিরে আসবেন তিনি।

শুধু মুস্তাফিজ নন, পিএসএলে অংশ নেয়া বাকি তিন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমানও দেশে ফিরবেন তার সঙ্গে। দেশে ফিরেই শ্রীলংকার উদ্দেশ্যে দলের সঙ্গে রওনা দিবেন তারা। 

এদিকে ক্রিকেটাররা চলে আসছেন বলে এখন থেকেই তাদের বদলি ক্রিকেটার খুঁজতে শুরু করেছে দলগুলো। ইতিমধ্যে মুস্তাফিজুর রহমানের বদলি ক্রিকেটার পেয়েও গিয়েছে লাহোর। 

ফিজ চলে আসার পর তার বদলি হিসেবে কালান্দার্স শিবিরে যোগ দিবেন দক্ষিণ আফ্রিকার পেসার কাইল অ্যাবোট। পিএসএলের টুইটার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। এবছর বিপিএলে খুলনা টাইটান্সের জার্সিতে খেলেছেন অ্যাবোট।

এছাড়াও আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন আগে। তবে এবারই প্রথম পিএসএলে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। 

আরো পড়ুন: this topic