ক্রিকেটারদের রসদ আরও সমৃদ্ধ করতে চান হাথুরুসিংহে

আন্তর্জাতিক
ক্রিকেটারদের রসদ আরও সমৃদ্ধ করতে চান হাথুরুসিংহে
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

সাম্প্রতিক সময়ে লঙ্কান দলের পারফর্মেন্স নিয়ে সন্তোষজনক মনোভাব পোষণ করেছেন দলের কোচ চান্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশ সফরে এসে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ হারার পরে লঙ্কান দলের ঘুরে দাঁড়ানো আশা জাগিয়েছে তার মনে।

অবশ্য লঙ্কানরা ঘুরে দাঁড়াবে, এমনটা শুরুতেই বিশ্বাস করেছেন তিনি। পুরো তিন ফরম্যাটের ক্রিকেটে লঙ্কান ক্রিকেটারদের পারফর্মেন্সে সুবিধা করেছে কন্ডিশন এমনটাও মনে করছেন তিনি।

"আমরা জানতাম আমরা ফিরে আসতে পারবো। প্রতিপক্ষ প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছে, আর আমরাও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সময় নিয়েছি। কিছু সিদ্ধান্ত ভুলও ছিল আমাদের। তারপরে আমরা ঘুরে দাঁড়িয়েছি।

"কন্ডিশন আমাদের অনুকুলে ছিল। ক্রিকেটাররাও কন্ডিশনে মানিয়ে নিতে পেরেছে। কোচিং স্টাফরা আমাকে সাহায্য করেছে। সব খেলোয়াড়ের সাথে আমরা কথা বলেছি, তাদের আমরা খেলায় মনোনিবেশ করতে বলেছি। আর তারা শেষপর্যন্ত সফল হয়েছে।"

আর সাম্প্রতিক সময়ে দল ভালো খেলায় আসন্ন মার্চ মাসের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ নিয়েও আশাবাদী লঙ্কান কোচ। তবে আত্মবিশ্বাস লাগাম হীন করতে রাজি নন তিনি। ক্রিকেটীয় ভাষায় বললেন,

"বড় দলের সাথে আমরা প্রতিযোগিতা দেওয়ার সামর্থ্য রাখি। তবে ফলাফলের নিশ্চয়তা আমরা কেউই দিতে পারিনা। আমরা যেটা করতে পারি, তা হল সবসময় নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলা বা সেরাটা দেওয়ার চেষ্টা করা। এখন পর্যন্ত যা দেখেছি, সে পর্যন্ত আমি সন্তুষ্ট। এভাবে খেলতে থাকলে আমরা অবশ্যই ভালো করবো।"  


আরো পড়ুন: this topic