বদলে যাওয়া শ্রীলঙ্কার রহস্য খোলাসা করলেন হাথুরু

আন্তর্জাতিক
বদলে যাওয়া শ্রীলঙ্কার রহস্য খোলাসা করলেন হাথুরু
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

নিজ দেশে কোচিং করানোর সুবিধা বুঝতে পেরেছেন লঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহে। ভাষা বা যোগাযোগ সহ যেকোনো বিষয়ে একজন দেশি কোচই যে ক্রিকেটারদের খুব কাছে যেতে পারেন, সেটারও প্রমাণ রেখেছেন লঙ্কান এই মাস্টারমাইন্ড।

সিলেটে সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টুয়েন্টি খেলতে যাওয়ার পরের দিন (শনিবার) গণমাধ্যমের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি। সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি জানান,  

'সত্যি বলতে, ক্রিকেটাররা যেভাবে সাড়া দিয়েছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। আমি মনে করি, এটির একটি বড় কারণ ছিল নিজ দেশের হওয়ায় ঘনিষ্ঠ হওয়ার সুযোগ। ওদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারছি। ওদের জন্যও কাজটা সহজ হচ্ছে, দ্রুত সাড়া দিচ্ছে।'

তবে শুরু থেকেই হাথুরুসিংহের সঙ্গে বাকি ক্রিকেটারদের মেলবন্ধন তৈরি হয়নি। যার প্রমাণ, ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের কাছে বাজেভাবে হেরেছে শ্রীলংকা।

তবে এরপরেই দেখা যায় ভিন্ন চিত্রের লঙ্কা দলকে। ত্রিদেশীয় সিরিজ জয়ের পরে টেস্ট সিরিজেও টাইগারদের চেপে ধরে লঙ্কানরা। এরপরে চলমান টি-টুয়েন্টি সিরিজেও ঝলক দেখাচ্ছে চান্দিমালরা। শুরুতে সময় লাগার বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন না হাথুরুসিংহেও।  

'শুরুতে একটু সময় লেগেছে। সেটি লাগাটা অবশ্যই স্বাভাবিক। তবে এরপর ছেলেরা যেভাবে সাড়া দিয়েছে, চ্যালেঞ্জের জবাব দিয়েছে, কোচ হিসেবে সেটি দেখা ছিল দারুণ।'

আরো পড়ুন: this topic