হাথুরুসিংহের সরল স্বীকারোক্তি

আন্তর্জাতিক
হাথুরুসিংহের সরল স্বীকারোক্তি
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

লঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহের দাবি, এখনো বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী তিনি। একইসাথে নিজের সাবেক দলের উন্নয়নে নজরও রাখবেন চলমান সিরিজ শেষ হলে।

সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টুয়েন্টির আগের দিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, 'এখান থেকে যাওয়ার পর আমি চাই বাংলাদেশ ভালো করুক। ওরা কিভাবে সামনে এগোয়, সেদিকে চোখ রাখবো আমি।'

একইদিনে স্বীকারও করে নিলেন, নিজের সাবেক দলের বিপক্ষে ম্যাচ হওয়াতে পরিকল্পনা সাজানো সহজ হয়েছে তার। লাল সবুজের সাবেক কোচ সাংবাদিকদের এই প্রসঙ্গে জানান,  

'আমার মনে হয়…সত্যি বলতে, ‘হ্যাঁ’ (বড় পার্থক্য গড়ে দিয়েছে)… ওদের ক্রিকেটারদের বেশ কজনকে নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। জানতাম, চাপের মধ্যে ওরা কেমন করে, কিভাবে খেলে।'

তবে হাথুরুসিংহের বাংলাদেশ সফরের শুরুটা ছিল অন্যরকম। ত্রিদেশীয় সিরিজের শুরুতেই লঙ্কান দলকে চমকে দিয়েছিল বাংলাদেশ। লঙ্কান কোচ অবশ্য এমন কিছুই প্রত্যাশা করছিলেন বলে জানিয়েছেন,

'প্রথম দুই ম্যাচে ওরা দারুণ দাপট দেখিয়েছে। সেটা আমার কাছে প্রত্যাশিতই ছিল, ওরকম না হলেই আমি খুব হতাশ হতাম। আমি খুশিই ছিলাম সেটি নিয়ে। তবে তার পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটি নিয়েও আমি খুশি। ব্যক্তিগতভাবে আমার জন্য এটি খুবই তৃপ্তিদায়ক সফর।'

আরো পড়ুন: this topic