দীর্ঘশ্বাস ভারি করলেন বোলাররা

ছবি:

উইকেটে পুরোপুরি সন্তুষ্ট ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোরও স্বপ্ন দেখাচ্ছিল তাকে। কিন্তু বোলারদের ব্যর্থতায় ম্যাচটি শ্রীলংকার কাছে চলে গেলো মনে করছেন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তার স্বীকারোক্তি,
"ভালো উইকেটই ছিল। যদিও ব্যাটম্যানরা ভালো কাজই করেছে। তবু দুইশ, দুইশর ওপরে হলে ভালো হতো। তার পরও এটা ভালো স্কোর ছিল। কিন্তু বোলাররা ভালো লেংথে বোলিং করতে পারেনি।"
মূলত দ্রুত উইকেট না নিতে পারায় ম্যাচ ফসকে গেছে বলেও মনে করছেন রিয়াদ। ম্যাচটিতে সেখানেই এগিয়ে গেছে লঙ্কানরা। উপস্থিত সাংবাদিকদের আরও জানিয়েছেন,

"আমি বলব না লাইন ঠিক ছিল না। কিন্তু লেংথ ভালো ছিল না। এ কারণে হয়নি। সবচেয়ে বড় কথা শুরুতে দ্রুত উইকেট নিতে পারিনি আমরা। এটা গুরুত্বপূর্ণ ছিল। এই জিনিসগুলো কাজে লাগাতে পারিনি।"
বোলারদের ইয়র্কার বা বাউন্সারের অভাবই চাপে ফেলতে পারেনি শ্রীলংকাকে। আর সেই সুযোগে রান করে গেছেন কুশল (২৭ বলে ৫৩), গুনাথিকালা (১৫ বলে ৩০), শানাকা (২৪ বলে ৪২*) এবং পেরেরারা (১৮ বলে ৩৯*)।
"এই উইকেটে লেংথটা খুব গুরুত্বপূর্ণ। উইকেট খুব ভালো ছিল। ভালো ভাবে ব্যাটে আসছিল। এখানে জায়গা দিলে রান করা সহজ। বিশেষ করে পাওয়ার প্লেতে। আমাদের বোলাররা যদি ইয়র্কার, বাউন্সার ঠিক ভাবে দিতো-- চাপে ফেলা যেতো তাহলে। ওরা সেটা পারেনি।"