উইকেটে 'হতবাক' হয়েই চলেছে শ্রীলংকা

আন্তর্জাতিক
উইকেটে 'হতবাক' হয়েই চলেছে শ্রীলংকা
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ত্রিদেশীয় সিরিজ আর ওয়ানডের পর টি-টুয়েন্টি ফরম্যাটে নিখাদ ব্যাটিং উইকেট পেয়ে অবাক লঙ্কান শিবির। আর তাই বিস্ময় প্রকাশ করছেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তিনি বলেন,

"আমরা ভাবিনি উইকেট এতোটা ভালো হবে। টসে হারাতেই ভালো হয়েছে আমাদের, আর কৃতজ্ঞতা অবশ্যই ব্যাটসম্যানদের। তারা দারুণ খেলেছে। ১৯৪ রান অতিক্রম করা কোনো উইকেটেই সহজ নয়।"

একইসাথে দলের ব্যাটসম্যানদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৯৪ রান তাড়া করতে গিয়ে কুশল (২৭ বলে ৫৩), গুনাথিকালা (১৫ বলে ৩০), শানাকা (২৪ বলে ৪২*), পেরেরাদের (১৮ বলে ৩৯*) ইনিংসের প্রশংসা করতে গিয়ে বলেন,

"ম্যাচের আগে আমরা ডান হাতি- বাঁহাতি কম্বিনেশন নিয়ে ভাবছিলাম। একইসময়ে উইকেটে আমরা একজন বিধ্বংসী ব্যাটসম্যানও রাখতে চেয়েছিলাম। আমরা ঠিক সেটাই করেছি।

"আর তা সুন্দরভাবে কাজেও লেগেছে। কুশল, গুনাথিকালা, থিসারা, দাসুন-- সবাই দারুণ খেলেছে। আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে দারুণ প্রতিপক্ষ, তাই আমরা তাদের একটুও ছাড় দেইনি।"

এদিকে অনেকটা অপ্রত্যাশিত ভাবেই শেষ মুহূর্তে দলে জায়গা করে নিয়েছেন ওপেনার কুশল মেন্ডিস। আট চার এবং দুই ছক্কায় ইনিংস সাজিয়ে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন এই ওপেনার। অনুভুতি জানাতে গিয়ে বলেন, 

"রান পাওয়ায় খুব ভালো লাগছে। যদিও শুরু থেকে আমি দলে ছিলাম না, তারপরেও দলের সবাই আমাকে ম্যাচের জন্য প্রস্তুত করেছে। আমি ওয়ানডে যেভাবে খেলেছি, এই ম্যাচেও সেভাবে খেলেছি।"

আরো পড়ুন: this topic