এবার মিরপুরের উইকেটেও আইসিসির খড়গ

আন্তর্জাতিক
এবার মিরপুরের উইকেটেও আইসিসির খড়গ
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

কিছুদিন আগে অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চিটাগাং টেস্টের উইকেটে রান হয়েছিলো ১৫শ এরও বেশি। বিপুল পরিমাণ রান হওয়ার পর এই উইকেটকে 'গড়পড়তা' ঘোষণা করেছিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আর মাত্র চারটি ডিমেরিট পয়েন্ট পেলেই ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। এবার আরেকটি দুঃসংবাদ শুনতে হলো বাংলাদেশকে। 

চট্টগ্রামের পর এবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকেও একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন জানিয়েছেন মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্টটির উইকেট ছিলো গড়পড়তার থেকেও বাজে ছিলো।  

আর এই কারণে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। ডেভিড বুন এই প্রসঙ্গে বলেন, 'টেস্টের প্রথম দিন থেকেই বলের আঘাতে পিচ ফেটে যাচ্ছিলো, এর ফলে পুরো ম্যাচেই বাউন্স এবং টার্নের অধারাবাহিকতা দেখা গিয়েছিলো। কিছু কিছু সময় এই টার্ন ছিলো অত্যধিক।'

বুন আরো বলেন, 'এই পিচ বোলারদের জন্য অনেক কার্যকর ছিলো এবং ব্যাটসম্যানেরা তাদের স্কিল দেখানোর সুযোগ একেবারেই পায়নি।' 

আইসিসির নিয়ম অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে আরো পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে পুরো এক বছরের জন্য শেরে বাংলা স্টেডিয়ামকে নিষিদ্ধ ঘোষণা করবে আইসিসি। 

উল্লেখ্য সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২১৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিলো সফরকারী শ্রীলঙ্কা। এই টেস্টে তিন দিনে রান হয়েছিলো ৬৮১ এবং উইকেট পড়েছিলো ৪০ টি। 

আরো পড়ুন: this topic