'অধিনায়ক' মাহমুদউল্লাহর চাওয়া

লঙ্কা-বাংলা সিরিজ
'অধিনায়ক' মাহমুদউল্লাহর চাওয়া
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টাইগার স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তাই সাকিবের জায়গায় প্রথম বারের মত বাংলাদেশকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।

গেল বছরের ডিসেম্বরে মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিবকে টেস্ট অধিনায়কত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তামিম ইকবালের জায়গায় সহ অধিনায়কের দায়িত্ব পান মাহমুদুল্লাহ।

তাই শ্রীলংকার বিপক্ষে সাকিব না থাকায় অধিনায়কত্বের অভিষেক হতে যাচ্ছে ডানহাতি এই অলরাউন্ডারের। সাদা পোষাকে দশম ক্রিকেটার হিসেবে টাইগারদের নেতৃত্ব দেয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এখন রিয়াদ। বুধবার ম্যাচ শুরুর আগের দিন এসেছিলেন সংবাদ সম্মেলনে।

সেখানে প্রথম বারের মত টাইগারদের টেস্টে নেতৃত্ব দেয়ার ব্যাপারে কথা বলেছেন তিনি। রিয়াদ মনে করেন, দলের সব খেলোয়াড় যদি নিজেদের সেরাটা দেয় তাহলে তার জন্য অধিনায়কত্ব করা সহজ হবে। শ্রীলংকাকে হারাতে হলে দলের সবাইকে পারফর্ম করতে হবে বলেও জানান তিনি। রিয়াদ বলেন, 

'আমি সবসময় একটা বিশ্বাস রাখি যদি সবাই সবার মত ভালো পারফর্ম করে তাহলে অধিনায়কত্ব অনেক সহজ হয়ে যায়। আমাদের স???চেয়ে বড় শক্তির জায়গা দলগত পারফর্মেন্স।'

এর আগে পারফর্মেন্সের কারণেই এই শ্রীলংকার বিপক্ষে টাইগারদের শততম টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন রিয়াদ। বছর খানেক পর তাদের বিপক্ষেই টেস্ট অধিনায়কত্বের অভিষেক হতে যাচ্ছে তাঁর।  চট্টগ্রাম টেস্টে দলীয়ভাবে পারফর্ম করেই প্রতিপক্ষকে ঘায়েল করতে চান রিয়াদ। এই প্রসঙ্গে তিনি বলেন,

'আমরা যদি দলগত ভাবে ভালো খেলি তাহলে ভালো করতে পারব। ওই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে সবার জন্য সহজ হবে। আর আমাদের সবাই কমবেশি অভিজ্ঞ ক্রিকেটার। সেদিক থেকে আমি বলব আমার জন্য কাজটা সহজই হবে।'

আরো পড়ুন: this topic