সাকিবের ইনজুরিতে কপাল খুলছে তুষার ইমরানের?

বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ
সাকিবের ইনজুরিতে কপাল খুলছে তুষার ইমরানের?
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরিতে কপাল খুলছে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তুষার ইমরানের!

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ইনজুরিতে পড়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এমন গুঞ্জন শুরু হয়ে যায়। সাকিবের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পেতে চলেছেন এই ব্যাটিং তারকা এমনটাই গুঞ্জন রটে।

তবে এর কোন সত্যতা পাওয়া যায়নি। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁহাতের আঙুলে ব্যাথা পেয়ে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টে সাকিবের না থাকার কথা নিশ্চিত করেছে। এদিকে, তুষার ইমরান সম্প্রতি প্রথম বাংলাদেশি হিসেবে ঘরোয়া ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

এই ব্যাটিং তারকা জাতীয় দলে ডাক পেয়েছিলেন প্রায় যুগ খানেক আগে। তবে সেই সময় সুযোগ কাজে লাগাতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে নীরবে নিভৃতে পালন করেছেন নিজের দায়িত্বটুকু। ব্যাটে রানের ফুলঝুরি ছুটিয়েছেন। তবে সুযোগ আর মেলেনি।

বিস্তারিত আসছে।

আরো পড়ুন: this topic