ভারতের অপেক্ষায় ওয়ান্ডারার্সের সবুজ গালিচা

ছবি:

দক্ষিণ আফ্রিকায় টানা দুই টেস্ট হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে বসেছে কোহলির ভারত। এক ম্যাচ হাতে রেখে হাই ভোল্টেজ সিরিজ জেতা প্রোটিয়ারা অবশ্য এখনই প্যাডেল থেকে পা সরাতে নারাজ।
হোয়াইটওয়াশই স্বাগতিকদের মূল লক্ষ্য... পরিস্কার করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার জন্য ঘরের মাঠে সম্পূর্ণ সুবিধা চাই প্রোটিয়াদের।
২৪ তারিখ শুরু হতে যাওয়া ওয়ান্ডারার্স টেস্টের জন্য সবুজ উইকেট চেয়েছেন ডু প্লেসিস। ‘তৃতীয় টেস্টে আমরা আরো বেশি আধিপত্য বিস্তার করে খেলতে চাই। যাতে ভারত কোনভাবেই লড়াই করতে না পারে।

প্রথম টেস্টের হার্দিক পান্ডিয়ার ব্যাটিং এবং দ্বিতীয় টেস্টে কোহলির ব্যাটিংই ছিলো ভারতের লড়াই করার চিত্র। কিন্তু সবুজ পিচ তৈরি করে ভারতকে আরো সমস্যায় ফেলতে চাই আমরা,’ বলেছেন ফাফ ডু প্লেসিস।
তবে লড়াইয়ে পিছু হটতে নারাজ ভারত। উইকেট যেমনিই হোক... প্রথম দুই টেস্টের মতই নিজের সামর্থ্য মত লড়াই করে যাবে ভারতীয়রা, বলেছেন ওপেনার মুরলি বিজয়। তিনি বলেছেন,
‘তৃতীয় টেস্ট যে ধরনের পিচেই খেলা হোক না কেন, আমরা সেখানে খেলার জন্য প্রস্তুত। প্রথম টেস্টে আমরা সেরা পারফরমেন্স করতে পারিনি। তবে আমাদের বোলাররা পুরো সিরিজেই অসাধারণ পারফরমেন্স করেছে। আশা করবো, বোলারদের সাথে আমরাও জ্বলে উঠতে পারবো।’