পুরানো ইনজুরিতে ছিটকে পরলেন ব্রেসওয়েল

আন্তর্জাতিক
পুরানো ইনজুরিতে ছিটকে পরলেন ব্রেসওয়েল
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারবেন না কিউই পেসার ডগ ব্রেসওয়েল। তবে এই চোট নতুন নয় তার।

একই ইনজুরিতে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। ফিরেছিলেন উইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে। ফেরার পরে দারুণ খেলেছিলেন তিনি। ওয়ানডে, টি-টুয়েন্টি মিলিয়ে পাঁচটি ম্যাচ খেলে ৬ টি উইকেটও নিয়েছিলেন। 

তবে বুধবার অনুশীলনের সময় আবারো এই ইনজুরিতে পরেন তিনি। ডান পায়ে বাজেভাবে টান পড়েছে তার। আর তাই ২৭ বছর বয়সী এই পেসারের বদলে দলে ডাক পেয়েছেন ওপেনিং ব্যাটসম্যান জর্জ ওয়ার্কার।

উল্লেখ্য, উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেই নির্বাচকদের নজর কেড়েছেন ওয়ার্কার। টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। তবে প্রথম দুই ওয়ানডেতে শুরুতে দলে না থাকলেও শেষে ভাগ্য খুলেছে তার। আগামী ৬ জানুয়ারি বেসিন রিজার্ভে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, জর্জ ওয়ার্কার, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি এবং রস টেলর।

ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ


আরো পড়ুন: this topic