আইপিএল নিলামে উন্মুক্ত মুস্তাফিজ

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নবম এবং দশম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম আসরে আইপিএলে খেলতে গিয়ে বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফিজ।
১৬ ম্যাচে ১৭ উইকেট শিকারের পাশাপাশি দলকে প্রথম শিরোপা এনে দেয়ার পেছনে বড় ভুমিকা রাখেন তিনি। সেবার আইপিএল শেষে সাসেক্সে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি।
ইনজুরি কাটিয়ে ফিরলেও পুরনো সেই ধাঁর খুজে পাননি এই কাটার মাস্টার। এরপর আইপিএলের দশম আসরেও হায়দ্রাবাদের হয়ে খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু গেলবার তাকে মাত্র একটি ম্যাচে মাঠে নামিয়েছিল হায়দ্রাবাদ কর্তৃপক্ষ।

মাস তিনেক পরই বসতে যাচ্ছে আইপিএলের ১১তম আসর। আর এই ১১তম আসরে সব ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৫জন পুরাতন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। যেকারণে মুস্তাফিজুর রহমানকে নিলামের জন্য ছেড়ে দিয়েছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ।
চলতি মাসের ২৭ এবং ২৮ তারিখে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। অনুষ্ঠিত এই নিলামে উন্মুক্ত থাকছেন বাঁহাতি এই পেসার। তবে হায়দ্রাবাদ চাইলে নিলামে আবারো তাকে দলে ভেড়াতে পারবে।
মুস্তাফিজকে ইতিমধ্যে আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে মুস্তাফিজের পাশাপাশি আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানকেও ১১তম আসরের নিলামের জন্য ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের গত আসরেও সাকিবকে তাঁর ২ কোটি ৮০ লাখ রুপির দাম শোধ করে রেখে দিয়েছিল কলকাতা। এবার বিশ্বসেরা অলরাউন্ডারকে যে আর ধরে রাখবে না আগে থেকেই অনুমান করা যাচ্ছিল।
অন্যদিকে ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলামে উঠতে আগ্রহ প্রকাশ করা বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম বিসিসিআইকে পাঠিয়েছে বিসিবি। এরা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, সাব্বির রহমান, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আবুল হাসান এবং মেহেদি হাসান মিরাজ।