বৃষ্টি বাঁচিয়ে দিলো উইন্ডিজকে

আন্তর্জাতিক
বৃষ্টি বাঁচিয়ে দিলো উইন্ডিজকে
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

মাউন্ট মানগানুইয়ে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আর দিনক্ষণের হিসেবে ২০‌১৮ সালের প্রথম আন্তর্জাতিক ম্যাচটিই পরিত্যক্ত হল। 

তবে এদিনে খেলা হলে বিপদে পরতে পারতো উইন্ডিজ। কেননা বৃষ্টির দিনে ঝড় তুলেছিলেন কিউই ওপেনার কলিন মুনরো। ২৩ বলে ৬৬ রান করে ফিরে গিয়েছেন তিনি। 

আর তার মারকুটে ব্যাটিংয়ে ৯ ওভারে চার উইকেট হারিয়ে ১০২ রান তোলে নিউজিল্যান্ড। পরে বৃষ্টি না থামলে কর্তব্যরত আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

উইন্ডিজ দলের হয়ে একটি করে উইকেট লাভ করেন স্যামুয়েল বদ্রি, শেল্ডন কটরেল, অ্যাশলে নার্স এবং কেসরিক উইলিয়ামস। উল্লেখ্য, গত শনিবার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতেও মুনরোর কাছে পরাস্ত হয়েছিলো উইন্ডিজ।

সেই ম্যাচে মুনরো অবশ্য ধীরগতিতে খেলেছিলেন। ম্যাচে ৪৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে আজকের ইনিংসে তিনি ১১টি চারসহ তিনটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। বুধবার একই ভেন্যুতে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

ছবি কৃতজ্ঞতাঃ- ক্রিকইনফো

আরো পড়ুন: this topic