বছরের প্রথম দিন মাঠে নামছে কিউই-উইন্ডিজরা

ছবি:

নতুন বছরের প্রথম দিনই সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে নামছে স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মাউন্ট ম্যাঙ্গানুইতে সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।
টেস্ট এবং ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি জেসন হোল্ডারের দল। আগের সিরিজের ব্যর্থতা ভুলে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিল তারা।
কিন্তু সেই ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে জেসন হোল্ডারের দলকে। তাই সোমবারের ম্যাচটি তাদের জন্য বাঁচা মরার ম্যাচ। দ্বিতীয় টি-টুয়েন্টিতে হেরে গেলেই টি-টুয়েন্টি সিরিজও হেরে বসবে গেইলরা।

যেকারণে আগামীকাল ঘুরে দাঁড়াতে এবং সিরিজে সমতা ফিরিয়ে আনতে মাঠে নামবে উইন্ডিজরা। অন্যদিকে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ব্ল্যাক ক্যাপ্সরা।
দ্বিতীয় ম্যাচে জিতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় কিউইরা। আর সোমবার কিউই একাদশে আসতে পারে একটি পরিবর্তন। ক্রিকইনফোর মতে রস টেইলরের পরিবর্তে একাদশে ফিরতে পারেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশঃ মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস (উইকেটরক্ষক), হেনরি নিকোলস, টম ব্রুস, মিচেল স্যান্টনার, ডগ ব্রেসওয়েল, লকি ফার্গুসন, টিম সাউদি, ইশ সোধি।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশঃ ক্রিস গেইল, চ্যাডউইক ওয়ালটন, আন্দ্রে ফ্লেচার, শাই হোপ (উইকেট), জেসন মোহাম্মদ, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যাশলি নার্স, স্যামুয়েল বাদ্রি, জেরোম টেলর, কেসরিক উইলিয়ামস।