নতুন ফরম্যাটের প্রথম চ্যাম্পিয়ন সাকিবরা

ছবি:

টি-টেন লীগের প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছে ইয়ন মরগান-সাকিব আল হাসানদের কেরালা কিংস। ফাইনালে তারা পাঞ্জাবী লিজেন্ডসদের আট উইকেটে হারিয়েছে।
এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাবী লিজেন্ডস। ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৯ রান যোগ করতেই উমর আকমলের উইকেট হারিয়ে বসে তারা।
এরপর শোয়েব মালিক এবং লুক রঞ্চির ব্যাটে ঘুরে দাঁড়িয়ে দ্রুত রান তুলতে থাকে লিজেন্ডসরা। মালিকের সঙ্গে ৮১ রানের জুটিও বাঁধেন রঞ্চি। তুলে নেন ফিফটি। রান করে মালিক ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন রঞ্চি।
শেষ পর্যন্ত পাঁচটি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৭০ রানে বিদায় নেন এই কিউই ব্যাটসম্যান। রঞ্চির ৭০ রানের উপর ভর করে ১০ ওভারে ৩ উইকেটে ১২০ রান স্কোরবোর্ডে তুলে লিজেন্ডসরা।

১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চ্যাডউইক ওয়াল্টনকে ০ রানে হারিয়ে বসে সাকিবরা। ওয়ালটন ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে ৪০ বলে ১১৩ রানের জুটি গড়ে ম্যাচ টেনে নেন পল স্টার্লিং ও ইয়ন মরগান। অধিনায়ক মরগান ৫ চার ও ৬ ছক্কায় ২১ বলে ৬৩ রানে ফিরেছেন, তার স্ট্রাইকরেট কাটায়-কাটায় ৩০০!
অন্যপ্রান্তে স্টার্লিং ৩ চার ও ৫ ছয়ে ২৩ বলে ৫২ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেই ফেরেন। দল শিরোপায় নোঙর ফেলার সময় কাইরন পোলার্ড অপরাজিত ছিলেন ৪ বলে ২ রানে।
তবে এদিন ফাইনালে বল হাতে বিবর্ণ ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার তারকা ব্যাট করার সুযোগ পাননি। বল হাতে ছিলেন দলের সবচেয়ে খরুচে। ২ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য। করেছেন তিনটি ওয়াইডও।