হ্যামিলটনে উইন্ডিজদের চাপে রেখেছে কিউইরা

ছবি:

হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের চেয়ে ১৫৮ রানে পিছিয়ে আছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ২১৫ রান।
রেমন রেইফার ২২ এবং মিগুুয়েল কামিন্স ১০ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নিল ওয়েগনার এবং কলিন ডি গ্র্যান্ডহোম নেন দুটি করে উইকেট।
এর আগে দিনের শুরুতে ৭ উইকেটে ২৮৬ রান নিয়ে খেলতে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই ওয়েগনারের উইকেট হারিয়ে বসে তারা। এর খানিক পর সাজঘরে ফিরেন টম ব্লান্ডেলও।

৩১২ রানে ৯ উইকেট হারিয়ে বসা কিউইদের সেখান থেকে টেনে ৩৭৩ রানে নিয়ে যান দুই টেইলেন্ডার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট। দুজন মিলে শেষ উইকেট জুটিতে যোগ করেন ৬১ রান।
সাউদি ৩১ রান করে আউট হলেও বোল্ট অপরাজিত থাকেন ৩৭ রানে। উইন্ডিজদের পক্ষে শ্যানন গেব্রিয়েল নেন ৪টি উইকেট। এছাড়াও কিমার রোচ নেন ৩টি। কিউইদের ৩৭৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা।
শুন্য রান করে কাইরন পাওয়েল সাজঘরে ফিরলে শিমন হেটমায়ারকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন ক্রেইগ ব্রাথওয়েট। তবে নিয়ন্ত্রিত ??োলিং করে উইন্ডিজ ব্যাটসম্যানদের সাজঘরে ফেরত পাঠান কিউই বোলাররা।
শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২১৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে উইন্ডিজরা। ক্যারিবিয়ানদের পক্ষে ক্রেগ ব্রাথওয়েট করেন সর্বোচ্চ ৬৬ রান।