১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ। যেখানে শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ নভেম্বর, জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচের আগে এখনো হাসারাঙ্গার চোট নিয়ে কিছু জানায়নি শ্রীলঙ্কা। এমনকি ডানহাতি লেগ স্পিনার ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকেও যাননি।
চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় হাসারাঙ্গার ব্যাকআপ হিসেবে বিজয়াকান্ত বিশ্বকান্তকে দলে ডেকেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কাতারের দোহায় চলমান এশিয়া কাপ রাইজিং স্টার্সে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে খেলছিলেন তিনি। সেখান থেকে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন বিজয়াকান্ত।
শ্রীলঙ্কার হয়ে কেবলমাত্র একটি ম্যাচ খেলেছেন ডানহাতি এই লেগ স্পিনার। ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে খেলেছিলেন তিনি। ২০২০ সালে মাত্র ১৮ বছর ৩৬৪ দিন বয়সে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা স্ট্যালিয়ন্সের হয়ে খেলেছিলেন বিজয়াকান্ত। জাফনার প্রথম ক্রিকেটার হিসেবে তাকে আন্তর্জাতিকভাবে টিভিতে দেখা গেছে।
২০২৫ সালের আগষ্টে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন বিজয়াকান্ত। সবমিলিয়ে এখনো পর্যন্ত ৫৯ টি-টোয়েন্টিতে ৬৭ উইকেট নিয়েছেন। ত্রিদেশীয় সিরিজে পাওয়া যাচ্ছে না অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও পেসার আসিথা ফার্নান্দোকে। অসুস্থতার জন্য দেশে ফিরে গেছেন তারা। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা।