তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৮৯ রান তাড়া করে দশ বল হাতে রেখে আট উইকেটে জেতে স্বাগতিকরা। আটটি চারে সাজানো ১১৯ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন বাবর। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন তিনি, যার আগের মালিক ছিলেন সাঈদ আনোয়ার।
ওয়ানডে ইতিহাসে বাবরের আগে কম ইনিংসে ২০ সেঞ্চুরি করেছেন শুধু বিরাট কোহলি ও হাশিম আমলা। ঘরের মাঠে এই ফরম্যাটে বাবরের সেঞ্চুরির সংখ্যা এখন আট, যা পাকিস্তানের মধ্যে সর্বোচ্চ।
শ্রীলঙ্কার ব্যাটিং ছিল বিচ্ছিন্ন কিছু ইনিংসের ওপর ভর করে। সাত ব্যাটারের কেউ ২০ রানের নিচে না গেলেও ফিফটি করতে পেরেছিলেন কেবল জানিথ লিয়ানাগে, ৬৩ বলে ৫৪ রান করেন তিনি। ওয়ানিন্দু হাসারাঙ্গার শেষ দিকে ২৬ বলে ৩৭ রানে স্কোর যায় ২৮৮ তে।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আবরার আহমেদ। তার ১০ ওভারে ৪১ রান দিয়ে তিন উইকেট। পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা ভালো শুরু করলেও তিনজন টপ অর্ডার ব্যাটারই দ্রুত ফিরে যান।
পাকিস্তানের রান তাড়ার শুরুটাও ছিল দারুণ। সাইম আইয়ুব ও ফখর জামান মিলে ৫৯ বলে যোগ করেন ৭৭ রান। সাইম ৩৩ রানে আউট হওয়ার পর জীবন পেয়ে ফখর করেন ৭৮ রান। বাবরের সঙ্গে তার ১০০ রানের জুটি দলকে এগিয়ে দেয়।
শেষ দিকে রিজওয়ান ও বাবর মিলে কাজটা সহজ করে নেন। রিজওয়ান অপরাজিত থাকেন ৫১ রানে। আর জয়ের ঠিক আগে নিজের সেঞ্চুরিও পূর্ণ করেন বাবর। দুইজনের জুটিতে আসে ১০৫ বলে ১১২ রান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী সোমবার একই মাঠে অনুষ্ঠিত হবে।