ক্যাচ মিসের মহড়ার পর মিরাজ-মুরাদে বাংলাদেশের দাপট

আন্তর্জাতিক
ক্যাচ মিসের মহড়ার পর মিরাজ-মুরাদে বাংলাদেশের দাপট
উইকেটের উল্লাস করছে বাংলাদেশ, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পল স্টার্লিং এবং কেড কারমাইকেলের হাফ সেঞ্চুরি এবং কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকারের দুটি চল্লিশউর্ধ ইনিংসে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে আট উইকেটে ২৭০ রান করে প্রথম দিন শেষ করেছে আয়ারল্যান্ড। তিনটি ক্যাচ মিসে প্রথম সেশনে প্রত্যাশিত শুরু না পেলেও পরের দুই সেশনে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

সিলেট টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। প্রথম ওভারেই হাসান মাহমুদ শিকার করেন অ্যান্ডি বালবির্নির উইকেট। তার ফুলার লেংথের বলে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলে আইরিশ অধিনায়ককে রানের খাতাই খুলতে দেননি হাসান। দলের রানের খাতা খোলার আগেই নিজেদের প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। চার থেকে ছয় ওভারের মধ্যে তিনটি ক্যাচ ছাড়ে বাংলাদেশের ফিল্ডাররা। স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম, কারমাইকেলের ক্যাচ ছাড়েন তাইজুল। এরপর আবার স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন মেহেদী হাসান মিরাজ।

দেখেশুনে খেলতে খেলতে জুটির পঞ্চাশ পেয়ে যান স্টার্লিং এবং কারমাইকেল। কারমাইকেল কিছুটা রয়েসয়ে আগাতে থাকলেও স্টার্লিং খেলে যান ওয়ানডে মেজাজে। হাফ সেঞ্চুরিও তুলে নেন তিনি। ৮ ও ১০ রানে দুবার জীবন পাওয়া স্টার্লিং ফিরে যান লাঞ্চের পরপর। স্লিপে এবার তার ক্যাচটি লুফে নেন সাদমান। নাহিদ রানার করা ১৪৬.৯ কিমি গতিবেগের গুড লেংথ ডেলিভারিটি ড্রাইভ করতে গিয়ে টাইমিং ভুল করে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। ৭৬ বলে ৬০ রান আসে স্টার্লিংয়ের ব্যাটে। তার বিদায়ে ভাঙে ৯৬ রানের জুটি।

স্টার্লিং ফেরার পরের ওভারে ফিরে যান হ্যারি টেক্টরও। তাকে স্পিন জালে বন্দী করেন মেহেদী হাসান মিরাজ। তার ফুলার লেংথের বলটি লেগ সাইডে ঠেলে দিতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ৯৭ রানের মধ্যে তৃতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড। ২৮.২ ওভারে দলীয় শতক পূরণ করে আয়ারল্যান্ড। একটু পর হাফ সেঞ্চুরি তুলে নেন কারমাইকেল। বেশীক্ষণ টিকতে পারেননি তিনি। মিরাজের ফুলার লেংথের ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে বল হাওয়ায় ভাসিয়ে দেন কারমাইকেল। প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত সরে গিয়ে ডাইভ দিয়ে নিচু হওয়া ক্যাচটি লুফে নেন। আম্পায়ার আউট না নিলে ফের রিভিউ নিয়ে সফল হন শান্ত। ১২৯ বল খেলে ৫৯ রান করেন কার মাইকেল।

দলীয় ২০৩ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড। হাসান মুরাদের টসড আপ ডেলিভারিতে সজোরে হাঁকাতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন কার্টিস ক্যাম্ফার। প্রথম স্লিপে ক্যাচ উঠলে সেটা অনায়সে লুফে নেন শান্ত। ৯৪ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৪ রানে ফিরে যান ক্যাম্ফার। হাসান মুরাদের পরের ধিকার হন লরকান টাকার। বাঁহাতি স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে স্টাম্পিং হয়েছেন ৮০ বলে ৪১ রান করা টাকার। ৩৫ বলে ৫ রান করা অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরান মিরাজ।

আয়ারল্যান্ডের হয়ে দিনের শেষ বলে ফিরে যান ৬০ বলে ৩০ রান করা নিল জর্দান। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। দিন শেষে ম্যাকার্থী আছেন ৫৬ বলে ২১ রানে। বাংলাদেশের হয়ে ৫০ রান খরচায় মিরাজ তিনটি এবং ৪৭ রান খরচায় মুরাদ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন হাসান, নাহিদ ও তাইজুল।

আরো পড়ুন: বাংলাদেশ