পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। চোট থেকে সেরে উঠতে না পারায় স্কোয়াডে রাখা হয়নি মুজারাবানিকে। ডানহাতি পেসারের পরিবর্তে জিম্বাবুয়ে দলে সুযোগ পেয়েছেন নিউম্যান নিয়ামুরি। বাঁহাতি পেসারের এখনো টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত চারটি করে ওয়ানডে এবং টেস্ট খেলেছেন নিয়ামুরি। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়ানডেতে অভিষেক হয় বাঁহাতি এই পেসারের। গত জুলাইয়ে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
সবশেষ সিরিজের দল থেকে আর কোনো পরিবর্তন আসেনি। পাকিস্তানের মাটিতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। গত সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে তারা। ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
১৯ নভেম্বর একই ভেন্যুতে জিম্বাবুয়ের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। দুই ম্যাচ খেলার পর লাহোরে যাবে জিম্বাবুয়ে। সেখানে ২৩ নভেম্বর পাকিস্তান ও ২৫ নভেম্বর রাজার দল খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। পয়েন্ট টেবিলের সেরা দুইটি দলকে নিয়ে আগামী ২৯ নভেম্বরে লাহোরে অনুষ্ঠিত হবে ফাইনাল।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড— সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা, ওয়েলিংটন মাসাকাদজা, তাডিওয়ানাশে মারুমানি, টনি মুনোওয়াঙ্গা, তাশিঙ্গা মুসেকিয়া, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি এবং ব্রেন্ডন টেলর।