বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশাল অঙ্কের পুরস্কার পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারত

আন্তর্জাতিক
বিসিসিআইয়ের কাছ থেকে বিশাল অঙ্কের পুরস্কার পাচ্ছে বিশ্বজয়ী ভারত
বিশ্বকাপ জয়ের উৎসবে ভারত নারী দল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
প্রথমবারের মতো আইসিসি উইমেন্স ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত নারী ক্রিকেট দল। রবিবার রাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে তারা সাউথ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে। বিশ্বকাপ জয়ের পর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) তরফ থেকে বড় পুরস্কার পেতে যাচ্ছে ভারত নারী দল।

বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া খেলোয়াড় ও স্টাফদের জন্য ৫১ কোটি রুপি (৭০,৪৩,৫৬,৬৪৩.৫৮ বাংলাদেশি টাকা ) পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, 'এটি একটি বড় অর্জন যা ভারতীয় নারীদের ক্রিকেটকে উন্নত করবে।'

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল দলের সাফল্যকে ১৯৮৩ সালের পুরুষদের বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করেন, '

আজ ভারতীয় নারীরা মুম্বাইয়ে ইতিহাস রচনা করেছে। এই জয় দেশের নারীদের ক্রিকেটকে শক্তি দেবে এবং খেলা নতুন উচ্চতায় পৌঁছাবে।'

ভারত প্রথমে ব্যাট করেছে এবং সাত উইকেটে ২৯৮ রান তুলেছে। শেফালি ভার্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মান্ধানা ৪৫ এবং রিচা ঘোষ ৩৪ রান করেছেন। ওপেনার মান্ধানা ও শেফালির ১০০ রানের জুটি ভারতকে বড় স্কোর গড়তে সাহায্য করেছে।

সাউথ আফ্রিকা ২৯৯ রানের লক্ষ্য তাড়া করেছে। শুরুতে তাজমিন ব্রিটস ও লরা উরভার্ট ৫০ রানের ওপেনিং জুটি গড়েন। তবে আমনজিত কৌরের থ্রো ব্রিটসকে রান আউট করলে এই জুটি ভাঙে।

তারপর ভারতের বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নেন। শ্রী চারানি, শেফালি ভার্মা এবং দীপ্তি শর্মার গুরুত্বপূর্ণ বোলিংয়ে প্রোটিয়ারা ২৪৬ রানে অলআউট হয়। এ জয় ভারতীয় নারীদের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

আরো পড়ুন: ভারত নারী দল