আগামী মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে সভাটি। বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া আশাবাদী, তার আগেই ট্রফিটি পৌঁছে যাবে মুম্বাইয়ে বোর্ডের দপ্তরে। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পরও ট্রফি এখনও হাতে না পাওয়া নিয়ে ক্ষোভ আছে ভারতের ক্রিকেট বোর্ডে। সাইকিয়া জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আইসিসির সভায় আলোচনায় তুলবেন।
সাইকিয়া বলেন, 'হ্যাঁ, আমরা কিছুটা অসন্তুষ্ট যে, এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও ট্রফি আমাদের কাছে আসেনি। আমরা এসিসি সভাপতির কাছে চিঠি পাঠিয়েছি, কিন্তু কোনো সাড়া মেলেনি। তারা এখনও ট্রফি তাদের কাছেই রেখেছে, তবে আমরা আশা করছি কয়েক দিনের মধ্যেই ট্রফি মুম্বাইয়ে পৌঁছে যাবে।'
তিনি আরও বলেন, 'বিসিসিআই প্রস্তুত আছে। সভায় বিষয়টি আমরা জোরালোভাবে তুলব। ভারতীয় জনগণকে আমরা নিশ্চয়তা দিচ্ছি ট্রফি ভারতেরই এবং তা ফিরবেই। সময়টা শুধু নিশ্চিত নয়।'
এশিয়া কাপ চলাকালে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের প্রতিফলন দেখা গিয়েছিল মাঠেও। গ্রুপ পর্ব থেকেই দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো, সংবাদ সম্মেলন বর্জন, এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে বিতর্ক, সব মিলিয়ে সম্পর্কের অবনতি স্পষ্ট ছিল।
ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত, কিন্তু এসিসি সভাপতি পাকিস্তানের হওয়ায় ট্রফি নিতে অস্বীকৃতি জানায় দলটি। এসিসি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নেয়ায় মঞ্চ থেকে তা সরিয়ে ফেলা হয়। এরপর থেকেই চলছে দুই বোর্ডের পাল্টাপাল্টি অবস্থান, যা এখন আইসিসি সভায় গড়াচ্ছে।