কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন নায়ার। দ্বিতীয় রাউন্ডে গোয়ার বিপক্ষে অপরাজিত ১৭৪ রানের ইনিংস খেলে তিনি ফের আলোচনায় আসেন। দীর্ঘ আট বছর পর টেস্ট দলে ফেরার পরও এক সিরিজের মধ্যেই ছিটকে যাওয়া নিয়ে হতাশ এই ডানহাতি ব্যাটার।
টাইমস অব ইন্ডিয়াকে নায়ার বলেন, 'এটা বেশ হতাশার। কিন্তু আমি জানি আমি সেখানে (দলে) থাকার যোগ্য।
মানুষের নিজেদের মতামত থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি আরও ভালো কিছু ডিজার্ব (প্রত্যাশা) করি।'
ঘরোয়া ক্রিকেটে নায়ারের সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য এটাই প্রমাণ করে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি ছয় ইনিংসে ৪২.৫০ গড়ে রান করেন। বিজয় হাজারে ট্রফিতে টানা চারটি সেঞ্চুরিসহ তার গড় ৩৮৯.৫০। রঞ্জি ট্রফিতে তার গড় ৫৩.৯৪, যা যেকোনো নির্বাচকের নজর কাড়ার মতো।
আইপিএলে ফিরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দাপুটে ইনিংস খেলেছিলেন নায়ার। ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তুলেছিলেন ডাবল সেঞ্চুরিও। কিন্তু এরপর হঠাৎই জাতীয় দল ও ‘এ’ স্কোয়াড, দুটো জায়গাতেই তার নাম কাটা পড়ে।
ইংল্যান্ড সিরিজে মাঝারী রানের কিছু ইনিংস খেললেও সেগুলো বড় করতে পারেননি নায়ার। পঞ্চম টেস্টে একমাত্র অর্ধশতক ছাড়া উল্লেখ করার মতো কিছুই ছিল না।