প্রথমবারের মতো ইভান্সের ৫ উইকেট, অল আউট আফগানিস্তান

আন্তর্জাতিক
প্রথমবারের মতো ইভান্সের ৫ উইকেট, অল আউট আফগানিস্তান
পাঁচ উইকেট প্রাপ্তির পর ব্র্যাড ইভান্স, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান দিন শেষ করেছে ব্যাটিং ব্যর্থতায়। হারারেতে সোমবার প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছে মাত্র ১২৭ রানে। দারুণ বোলিংয়ে আলো কেড়েছেন জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স, ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেন পাঁচ উইকেট।

ম্যাচের ষষ্ঠ ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে আফগান ব্যাটিং লাইনআপে প্রথম ধাক্কাটা দেন ব্লেসিং মুজারাবানি। এরপর দ্বিতীয় ঘণ্টায় রহমানউল্লাহ গুরবাজ ও আব্দুল মালিকের জুটি ভাঙতেই ধস নামে আফগান ব্যাটিংয়ে।

প্রথম ঘণ্টায় কিছুটা স্থিতি আনলেও দ্বিতীয় ঘণ্টার শুরুতেই ভেঙে পড়ে আফগান ইনিংস। গুরবাজ ৩৭ রানে বিদায় নেওয়ার এক ওভার পর রান আউটে কাটা পড়েন মালিক (৩০)। এরপর আর কেউ দাঁড়াতে পারেননি।

মাত্র ৫০ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারায় সফরকারীরা। এক উইকেটে ৭৭ রানে থাকা দলটি গুটিয়ে যায় ১২৭ রানে। শেষ ছয় ব্যাটারের কেউ ১০ রানেও পৌঁছাতে পারেননি।

ইভান্স ২২ রানে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ পান। তাকে ভালো সহায়তা দেন মুজারাবানি, ৪৭ রানে নিয়েছেন তিন উইকেট। বাকি দুই উইকেট জিয়াউর রহমানের।

জবাবে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে দ্রুতই হারায় ব্রায়ান বেনেটকে। তবে বেন কারান ও নিক ওয়েলচ মিলে গড়েন ৯৭ রানের জুটি। চাপ সামলে এগিয়ে নেয় দলকে। ৪৯ রান করে ওয়েলচ ফিরলেও ফিফটি তুলে নেন কারান। দিনের খেলা শেষ হয় ১৭ ওভার আগেই, আলো স্বল্পতার কারণে।

দিন শেষে ২ উইকেটে ১৩০ রানে ব্যাট করছে জিম্বাবুয়ে। কারান ৫২ রানে অপরাজিত, তার সঙ্গী ব্রেন্ডান টেইলর খেলছেন ১৮ রানে। ৩ রানের লিডে দ্বিতীয় দিন শুরু করবে স্বাগতিকরা।

আরো পড়ুন: জিম্বাবুয়ে