৬ বছর পর আবারও বেঙ্গলের সভাপতি গাঙ্গুলি

আন্তর্জাতিক
৬ বছর পর আবারও বেঙ্গলের সভাপতি গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। ২০১৯ সালের পর আবারও সিএবির দায়িত্ব নিলেন ভারতের সাবেক অধিনায়ক। স্নেহাশিস গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়েছেন বছর তিনেকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দায়িত্বে থাকা সৌরভ।

ভারতের সাবেক অধিনায়ক যে সিএবির সভাপতি হতে যাচ্ছেন সেটার গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় গাঙ্গুলিকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। যদিও সভাপতি হওয়ার দৌড়ে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ৬ বছর পর আবারও পুরনো দায়িত্বে ফিরলেন তিনি।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছরের মতো সিএবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন গাঙ্গুলি। পরবর্তীতে বিসিসিআইয়েও একই পদে ছিলেন। নতুন করে আবারও সিএবির সভাপতি হওয়ায় বেশ মুখিয়ে আছেন তিনি। ভারতের সাবেক অধিনায়ক জানান, বেঙ্গলে প্রচুর প্রতিভা আছে এবং তাদের দিকনির্দেশনা দেয়াই কাজ হবে তাদের।

গাঙ্গুলি বলেন, ‘এর আগেও আমি পাঁচ বছর সভাপতি হিসেবে কাজ করেছি। এবারও আমরা সেরাটাই করার চেষ্টা করব। ভারতে ক্রিকেটের বিপুল উন্মাদনা আছে। প্রচুর প্রতিভা আছে। সেই প্রতিভাকে দিকনির্দেশনা দেওয়াটাই আমাদের কাজ হবে।’

১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা ও ভারতের প্রথম টেস্ট। দায়িত্ব পেয়েই সেই ম্যাচ নিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে পড়তে হবে তাকে। গাঙ্গুলি জানান, ভালো উইকেটের পাশাপাশি কলকাতায় সব ধরনের অবকাঠামোগত সুবিধা রয়েছে। হাতে দুই মাস থাকায় এখনো সেই টেস্ট নিয়ে পরিকল্পনা করেননি তিনি।

গাঙ্গুলি বলেন, ‘আশা করি দারুণ একটা টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। সাউথ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন। এটা আমি ভাবছি। ভালো পিচ, দর্শক—সব ধরনের অবকাঠামোগত সুবিধা সেখানে রয়েছে। আপনাকে সবকিছু ঠিকঠাক করতে হবে। ভারত, সাউথ আফ্রিকা দুটি দলই দারুণ। আশা করি টেস্ট ম্যাচটা জমবে। এখনো দুই মাস বাকি। আমি সত্যিই তেমন কিছু চিন্তা করিনি।’

আরো পড়ুন: সৌরভ গাঙ্গুলি