দা হান্ড্রেডে ১৭৩.৯৩ স্ট্রাইক রেটে খেলে ইংল্যান্ডের জাতীয় দলে কক্স

আন্তর্জাতিক
দা হান্ড্রেডে ১৭৩.৯৩ স্ট্রাইক রেটে খেলে ইংল্যান্ডের জাতীয় দলে কক্স
জর্ডান কক্স, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দা হান্ড্রেডে দারুণ পারফরম্যান্সের পর ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরলেন জর্ডান কক্স। ২৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে তিন ম্যাচের সিরিজের স্কোয়াডে যুক্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ডাবলিনে ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর হবে সিরিজের ম্যাচগুলো।

দা হান্ড্রেডে ওভাল ইনভিন্সিবলসের টানা তৃতীয় শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল কক্সের। পুরো আসরে তিনি ৬১.১৬ গড় এবং ১৭৩.৯৩ স্ট্রাইক রেটে করেন ৩৬৭ রান। ফাইনালে ট্রেন্ট রকেটসের বিপক্ষে ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন, যা দলের ২৬ রানের জয়ে অবদান রাখে।

ম্যাচ শেষে কক্স বলেন, 'ইংল্যান্ড দলে ফিরতে আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি। মাঝখানে কিছু ব্যর্থতা ছিল, কিছু চোটও ছিল। তবে সবসময় প্রস্তুত ছিলাম সুযোগের জন্য।'

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছেন কক্স। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে করেছিলেন ১৭ এবং শূন্য রান। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডেতে করেন যথাক্রমে ১৭, ৪ ও ১ রান।

ইনজুরির কারণেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি কক্স। নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেকের সম্ভাবনা জাগলেও আঙুল ভাঙায় ছিটকে যান। চলতি বছরের শুরুতে এসেক্সের হয়ে সেঞ্চুরির পথে থেকেও সাইড স্ট্রেইনে পড়েন।

মূল দল থেকে অনেক খেলোয়াড় না থাকায় আয়ারল্যান্ড সিরিজে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ইংল্যান্ড। জ্যাকব বেথেল নেতৃত্ব দেবেন এই দলে। স্কোয়াড আগেই ঘোষণা করা হলেও পরে যুক্ত করা হয়েছে কক্সকে।

আরো পড়ুন: জর্ডান কক্স