আমরাই সবচেয়ে বড় ফেভারিট: রউফ

হারিস রউফ, ফাইল ফটো
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জয়ে শুরু করেছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৯ রানে হারায় তারা। ম্যাচে বল হাতে চার উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসার হারিস রউফ। এই ম্যাচেই তিনি টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো মেডেন ওভার করেন।

promotional_ad

জয়ের পর ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মেজাজ হারাতে দেখা যায় রউফকে। ফিল্ডিং নিয়ে প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের এই পেসার। ‘প্রস্তুতি ম্যাচ’ বলে সিরিজটিকে ব্যাখ্যা করায় সাংবাদিকদের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ার এমসিজিতে হারিস রউফের নামে স্ট্যান্ড

২২ আগস্ট ২৫
মেলবোর্ন স্টার্সের জার্সিতে হারিস রউফ

রউফ বলেন, ‘আপনি বলছেন এটি ছিল প্রস্তুতির ম্যাচ, কিন্তু আমি মনে করি, কোনো আন্তর্জাতিক ম্যাচ প্রস্তুতি ম্যাচ হতে পারে না। প্রতিটি ম্যাচেই চাপ থাকে, আপনি সেটিকে হালকাভাবে নিতে পারবেন না। দলের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করাটাই আসল।’


promotional_ad

পাকিস্তানের ফিল্ডিং নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। ক্যাচ মিস ও ভুল ফিল্ডিংয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময় বিদ্রুপের শিকার হয়েছে দলটি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও এক সাংবাদিক ফিল্ডিং ‘বাজে’ হয়েছে বলে মন্তব্য করলে রউফ বলেন, ‘আমার মনে হয় আপনি ম্যাচটা ঠিকমতো দেখেননি। আমাদের ফিল্ডিংয়ে তেমন কোনো ভুল হয়নি। আবার দেখলে বুঝবেন ম্যাচে ফিল্ডিং ভালোই ছিল।’


আরো পড়ুন

আঘার ঝড়ের পর হারিসের দুর্দান্ত বোলিংয়ে জিতল পাকিস্তান

৭ ঘন্টা আগে
সালমান আঘার হাফ সেঞ্চুরির পর হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে জিতল পাকিস্তান, ফাইল ফটো

এর আগে সিরিজ শুরুর আগে এক সাংবাদিক আফগানিস্তানকে ‘এশিয়ার দ্বিতীয় সেরা’ দল বলায় ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল, পাকিস্তান কি এই ম্যাচে 'আন্ডারডগ' ছিল? রউফ সোজাসাপ্টা জবাবে বলেন, ‘আমি কখনোই ভাবিনি কেউ আমাদের চেয়ে ফেভারিট। আমরাই সবচেয়ে বড় ফেভারিট।’


শারজায় টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান তোলে পাকিস্তান। ফিফটি করেন অধিনায়ক সালমান আঘা। জবাবে আফগানিস্তান গুটিয়ে যায় ১৯.৫ ওভারে ১৪৩ রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball