৩ ধাপে সুস্থ হয়ে ভারত দলে ফিরলেন সূর্যকুমার

আন্তর্জাতিক
৩ ধাপে সুস্থ হয়ে ভারত দলে ফিরলেন সূর্যকুমার
সূর্যকুমার যাদব, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপের দল ঘোষণার আগে ভারতীয় নির্বাচকদের অন্যতম চিন্তা ছিল টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস। স্পোর্টস হার্নিয়ার চোটে ভুগছিলেন তিনি। শেষমেশ ছয় সপ্তাহের রিহ্যাবের পর সুস্থ হয়ে দলে ফিরেছেন সূর্যকুমার।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক ভিডিও পোস্টে সূর্যকুমারের রিহ্যাব-পর্বের বিস্তারিত তুলে ধরেছে। সেখানে সূর্য জানিয়েছেন, আইপিএলের শেষ দিকে তার চোট ধরা পড়ে। এরপর তিনি এমআরআই করিয়ে অস্ত্রোপচারের জন্য জার্মানি যান।

সূর্যকুমার বলেন, 'গত বছরও এই ধরনের চোট পেয়েছিলাম। তখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করেছিলাম। এবার সেন্টার অফ এক্সেলেন্সে করি। এবার অভিজ্ঞতা আরও ভালো ছিল। তিন ধাপে আমি সুস্থ হয়ে উঠেছি।'

চিকিৎসকেরা শুরুতেই জানিয়েছিলেন, অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে। সূর্যকুমার বলেন, 'সিওএ-তে চিকিৎসক ও ফিজিওরা বুঝে নিয়েছিলেন আমার শারীরিক অবস্থা। সেভাবেই প্রতিটি সপ্তাহের রুটিন তৈরি হতো এবং সেই অনুযায়ী আমি চলতাম।'

সূর্যকুমার জানান, প্রথমে জিম ও ইনডোরে কাজ শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে মাঠে অনুশীলনে ফেরেন, 'এখানে জিমে একসঙ্গে ৩০-৩৫ জন অনুশীলন করতে পারে। অনেক আধুনিক সরঞ্জাম রয়েছে, যা ব্যবহার করেছি।'

শেষ ধাপে সিওএ'র দলের বিরুদ্ধে ম্যাচ খেলেন সূর্য। এরপর ছয় সপ্তাহ শেষে চিকিৎসকদের ছাড়পত্র পান। এশিয়া কাপে ভারতের হয়ে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত এই অধিনায়ক।

সূর্যকুমার বলেন, 'রিহ্যাবের সময় মানসিকভাবেও শক্ত থাকতে হয়। এখানে সবাই মিলে সাহায্য করেছে। এখন আগের চেয়েও মানসিকভাবে শক্তিশালী।'

আরো পড়ুন: সূর্যকুমার যাদব