বাবর-রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপে খেলবে পাকিস্তান

আন্তর্জাতিক
বাবর-রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপে খেলবে পাকিস্তান
পাকিস্তান স্কোয়াড, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আসন্ন টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তানের জাতীয় দল নির্বাচক কমিটি। স্কোয়াডে জায়গা পাননি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান।

বাবর আজম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ আসরে পেশোয়ার জালমির হয়ে শেষ সাত ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করেন তিনি ইনিংসগুলো ছিল ৫৬*, ৫৩* ও ৯৪ রানের।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে তার রান ছিল ৪৭, ০ ও ৯। অন্যদিকে রিজওয়ান কিছুদিন ধরে টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে। সর্বশেষ খেলেছেন ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে তার ইনিংসগুলো ছিল ৫৩, ১৬ ও ০ রানের।

এই স্কোয়াডের নেতৃত্বে থাকবেন সালমান আলী আঘা। ইনজুরি থেকে সেরে ওঠা ফখর জামান ফিরেছেন দলে। ওয়েস্ট ইন্ডিজ সফরে হ্যামস্ট্রিং চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন তিনি।

বাংলাদেশ সিরিজে দারুণ পারফর্ম করে এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন সালমান মির্জা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরা শাহীন শাহ আফ্রিদি দলে জায়গা ধরে রেখেছেন। দলে রাখা হয়েছে অভিজ্ঞ ফখর জামান ও হারিস রউফকে। এ ছাড়া তরুণ সাইম আইয়ুব, খুশদিল শাহ ও হুসেইন তালাতও জায়গা পেয়েছেন।

পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সালমান মির্জাকে রেখেছি তার বাংলাদেশ সফরের দুর্দান্ত বোলিংয়ের জন্য। সে সাত উইকেট নিয়েছিল চমৎকার ইকোনমি রেটে।’

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজে খেলবে পাকিস্তান। যেখানে তাদের সঙ্গে খেলবে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সিরিজের সব ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজ শুরু হবে ২৯ আগস্ট, শেষ হবে ৭ সেপ্টেম্বর। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের এশিয়া কাপে আটটি দল অংশ নিচ্ছে।

পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ম্যাচগুলো হবে আবুধাবি ও দুবাইয়ে।

পাকিস্তান স্কোয়াড: সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

আরো পড়ুন: বাবর আজম