টেস্ট খেলার চাপে দেউলিয়া হচ্ছে দেশগুলো, দাবি অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রধানের

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টড গ্রিনবার্গ
টেস্ট ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা অনেক দিনের। অনেকেই মনে করেন সীমিত ওভারের ক্রিকেটের জনপ্রিয়তার কারণে অচিরেই বিলিন হতে পারে টেস্ট ক্রিকেট। তবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে টেস্টের জনপ্রিয়তা ও উত্তেজনা আগের মতোই আছে।

promotional_ad

বড় দলগুলো মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজে এখনও অনেক উন্মাদনা থাকে। তবে ছোটো দলগুলোর টেস্ট ম্যাচ খুব একটা জমজমাট হয় না। এবার টেস্ট ক্রিকেট নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রধান টড গ্রিনবার্গ।


আরো পড়ুন

শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া, ক্যারিবীয়দের সামনে বাংলাদেশের রেকর্ড

৬ জুলাই ২৫
দিন শেষে মাঠ ছাড়ছেন অ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্স

আগামী অ্যাশেজের ১০০ দিন বাকি আছে। সেই সিরিজ নিয়ে এখনই আলোচনা হচ্ছে। গ্রিনবার্গ জানিয়েছেন টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখতে হলে সংখ্যার চেয়ে গুণগত মানের দিকে নজর দেয়া জরুরি। বিশেষ করে ছোটোদলগুলোকে জোর করে টেস্ট খেলতে বাধ্য করায় তারা দেউলিয়া হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।


promotional_ad

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'আমরা যদি দেশগুলোকে জোর করে টেস্ট খেলতে বাধ্য করি, তাহলে তাদের দেউলিয়া করে দিচ্ছি। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা সঠিক জায়গায় বিনিয়োগ করছি, যেখানে টেস্ট ক্রিকেটের মানে কিছু আছে। এই কারণেই অ্যাশেজ এত বিশাল এবং লাভজনক—কারণ এর মানে কিছু আছে।'


সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সহজে বিদেশের টেস্ট সিরিজ জিতে নিয়েছে। ফলে ঐ দেশগুলোর টেস্ট ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন উঠেছে। টেস্ট ক্রিকেট প্রতিযোগিতামূলক রাখতে একাধিক ডিভিশন তৈরি করার প্রস্তাব আলোচনাধীন রয়েছে।


কতগুলো দেশকে টেস্ট খেলতে দেয়া উচিত সে বিষয়ে তার সরাসরি কোনো মন্তব্য না করলেও টেস্টের ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে এখনই ভাবনা চিন্তা শুরু করা উচিত বলে মনে করেন গ্রিনবার্গ। তিনি বলেন, 'চলুন ভেবে দেখি ভবিষ্যতে এর চেহারা কেমন হতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball