এর আগে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে রাখা হয়েছিল জোসেফকে। মূলত এই পেসারের ওয়ার্কলোডের কথা চিন্তা করেই এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল তাকে। আর দীর্ঘদিন পর ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন শেফার্ড।
তিনি ক্যারিবিয়ানদের হয়ে ২০২৪ সালের ডিসেম্বরের সর্বশেষ ওয়ানডে খেলেছেন। এই সময়ের মধ্যে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেললেও সেখানে ডাক পাননি শেফার্ড। সর্বশেষ ওয়ানডে সিরিজে ক্যারিবীয়রা ৩-০ ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজ দলে জোসেফের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার জেডিয়াহ ব্লেডস। ২৩ বছর বয়সী এই পেসার এখনও পর্যন্ত ক্যারিবীয়দের হয়ে একটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন। নতুন বলে দারুণ সুইং করাতে পারেন ব্লেডস। এই সক্ষমতাই নির্বাচকদের মনোযোগ কেড়েছে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পরও ওয়ানডেতে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। এই ফরম্যাটেই ভালো ফর্মে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ—টানা তিনটি সিরিজে জিতেছে তারা। আগামী ৮, ১০ ও ১২ আগস্ট ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে হবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড-
শাই হোপ (অধিনায়ক), জোয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।