এশিয়া কাপ দিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরছেন বাবর

ফাইল ছবি
হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন ফখর জামান। ওয়ানডে সিরিজ খেলতে ক্রিকেটাররা ত্রিনিদাদে গেলেও বাঁহাতি ওপেনার চোট নিয়ে দেশে ফিরেছেন। গুঞ্জন আছে, এশিয়া কাপ থেকেও ছিটকে যেতে পারেন ফখর। এমনটা হলে কয়েকমাস পর আবারও পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন বাবর আজম। এমন প্রতিবেদন প্রকাশ করেছে জিও সুপার।

promotional_ad

পাকিস্তানের হয়ে ১২৮ টি-টোয়েন্টিতে ৩৯.৮৩ গড়ে ৪ হাজার ২২৩ রান করেছেন বাবর। ৩৬ হাফ সেঞ্চুরির সঙ্গে আছে তিনটা সেঞ্চুরিও। টি-টোয়েন্টিতে পাকিস্তানের সবচেয়ে বেশি রানের মালিকের স্ট্রাইক রেট ১২৯.২২। যার ফলে নিয়মিত রান করলেও স্ট্রাইক রেট নিয়ে লম্বা সময় ধরেই সমালোচনা শুনে আসছিলেন ডানহাতি এই ব্যাটার।


আরো পড়ুন

‘বাবরকে নিয়ে এমন মন্তব্য করলে হারিসকে বেত দিয়ে পেটানো উচিত’

২৭ আগস্ট ২৫
ফাইল ছবি

এমনও অভিযোগ আছে যে বাবর দলের জন্য না খেলে নিজের জন্য খেলেন। ২০২৪ সালের ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার পর থেকেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর। পরবর্তীতে নিউজিল্যান্ড সফর, ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ, বাংলাদেশ সফর এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলেও সুযোগ মেলেনি তাঁর।


promotional_ad

কদিন আগে গুঞ্জন উঠে, টি-টোয়েন্টি দলে সুযোগ পেতে বাবরকে উইকেটকিপিংও করতে হতে পারে। যদিও তাৎক্ষণিকভাবে এমন গুঞ্জন উড়িয়ে দেন প্রধান কোচ মাইক হেসন। তবে কয়েক মাসের ব্যবধানে আবারও টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ তৈরি হতে যাচ্ছে বাবরের।


আরো পড়ুন

ত্রিদেশীয় সিরিজের জন্য আরব আমিরাতের দল ঘোষণা

২৭ আগস্ট ২৫
সংযুক্ত আরব আমিরাত

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ফখর। দেশে ফিরে লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। ফখরের চোটের বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে পিসিবি। বাঁহাতি ওপেনারের চোট পর্যবেক্ষণের পাশাপাশি ব্যাকআপ পরিকল্পনাও ঠিক করে রাখছে তারা।


জিও সুপার জানিয়েছে, ফখর যদি ফিট না হতে পারেন তাহলে বাবরকে ফেরাতে পারে পাকিস্তান। অর্থাৎ এশিয়া কাপ দিয়েই টি-টোয়েন্টি দলে ফিরতে যাচ্ছেন তিনি। পারফরম্যান্স দিয়ে যদি নির্বাচকদের মুগ্ধ করতে পারেন তাহলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখতেই পারেন বাবর। আগষ্টের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের স্কোয়াডে ঘোষণা করতে পারে পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball