এশিয়া কাপ দিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরছেন বাবর

ছবি: ফাইল ছবি

পাকিস্তানের হয়ে ১২৮ টি-টোয়েন্টিতে ৩৯.৮৩ গড়ে ৪ হাজার ২২৩ রান করেছেন বাবর। ৩৬ হাফ সেঞ্চুরির সঙ্গে আছে তিনটা সেঞ্চুরিও। টি-টোয়েন্টিতে পাকিস্তানের সবচেয়ে বেশি রানের মালিকের স্ট্রাইক রেট ১২৯.২২। যার ফলে নিয়মিত রান করলেও স্ট্রাইক রেট নিয়ে লম্বা সময় ধরেই সমালোচনা শুনে আসছিলেন ডানহাতি এই ব্যাটার।
‘বাবরকে নিয়ে এমন মন্তব্য করলে হারিসকে বেত দিয়ে পেটানো উচিত’
২৭ আগস্ট ২৫
এমনও অভিযোগ আছে যে বাবর দলের জন্য না খেলে নিজের জন্য খেলেন। ২০২৪ সালের ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার পর থেকেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর। পরবর্তীতে নিউজিল্যান্ড সফর, ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ, বাংলাদেশ সফর এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলেও সুযোগ মেলেনি তাঁর।

কদিন আগে গুঞ্জন উঠে, টি-টোয়েন্টি দলে সুযোগ পেতে বাবরকে উইকেটকিপিংও করতে হতে পারে। যদিও তাৎক্ষণিকভাবে এমন গুঞ্জন উড়িয়ে দেন প্রধান কোচ মাইক হেসন। তবে কয়েক মাসের ব্যবধানে আবারও টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ তৈরি হতে যাচ্ছে বাবরের।
ত্রিদেশীয় সিরিজের জন্য আরব আমিরাতের দল ঘোষণা
২৭ আগস্ট ২৫
ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ফখর। দেশে ফিরে লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। ফখরের চোটের বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে পিসিবি। বাঁহাতি ওপেনারের চোট পর্যবেক্ষণের পাশাপাশি ব্যাকআপ পরিকল্পনাও ঠিক করে রাখছে তারা।
জিও সুপার জানিয়েছে, ফখর যদি ফিট না হতে পারেন তাহলে বাবরকে ফেরাতে পারে পাকিস্তান। অর্থাৎ এশিয়া কাপ দিয়েই টি-টোয়েন্টি দলে ফিরতে যাচ্ছেন তিনি। পারফরম্যান্স দিয়ে যদি নির্বাচকদের মুগ্ধ করতে পারেন তাহলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখতেই পারেন বাবর। আগষ্টের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের স্কোয়াডে ঘোষণা করতে পারে পাকিস্তান।