আতাপাত্তু-জয়াবর্ধনেকে মনে করিয়ে বিব্রতকর রেকর্ডে চেজ

ছবি: রিটায়ার্ড আউট হওয়ার পর ফিরে যাচ্ছেন রস্টন চেজ

সেই টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৯০ রানে গুটিয়ে যাওয়ায় আর বেশি সময় ব্যাটিং চালিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না শ্রীলঙ্কার। তাই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন দুই লঙ্কান ব্যাটার। টেস্ট ক্রিকেটে রিটায়ার্ড আউটের নজির এই দুটোই। ওয়ানডেতে কখনই কেউ রিটায়ার্ড আউট হননি।
৩০ রানের নিচে অল আউট হওয়া অবশ্যই খুব লজ্জাজনক: চেজ
১৫ জুলাই ২৫
যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২বার এমন কীর্তি দেখা গেছে ক্রিকেটে। যার সর্বশেষটি দেখা গেল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে। ব্যাটিং ঠিকঠাক হচ্ছে না বা দলের চাওয়া পূরণ হচ্ছে না বলে ব্যাটিং ছেড়ে দেয়ার অনন্য নজির গড়েছেন রস্টন চেজ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন আউটের নজির ১২তম হলেও একদিক থেকে প্রথম চেজ। তিনি পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে প্রথম এমন আউট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ১৩ ওভার শেষে ব্যাটিং করতে গিয়েছিলেন চেজ। সেই সময় ৪২ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৮০ রান।
৩ ভেন্যুতে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
৩ সেপ্টেম্বর ২৫
শুরুতে বাউন্ডারি মারলেও টাইমিং করতে পারছিলেন না তিনি। এক পর্যায়ে ১০ বলে ১০ রান ছিল তার নামের পাশে। যখন ১৫ বলে ১২ রান তখন তিনি রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়ে যান। এর আগে ভুটানের সোনাম টোবগে, ফ্রান্সের হেভিট জ্যাকসন, গাম্বিয়া মুস্তাফা সুয়ারেহ, নামিবিয়ার নিকোলাস ডেভিন, গ্রীসের ক্রিস্তোদুলাস বোগদানোস এই রেকর্ডে নাম লেখান।
এর বাইরে নাম আছে সংযুক্ত আরব আমিরাতের আলী নাসির, বতসোয়ানার ভিনু বালাকৃষ্ণান, নাইজেরিয়ার সেলিম সালাউ, সুইজারল্যান্ডের খালিদ নিয়াজি ও আমিরাতে ইথান ডি’সুজার। এর মধ্যে দুইবার এভাবে আউট হওয়ার কীর্তি আছে শুধু ফ্রান্সের ওপেনার জ্যাকসনের।