পাকিস্তানকে জেতালেন সাইম, ক্যারিবিয়ানদের টানা ৯ হার

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তান জিতেছে ১৪ রানে, ফাইল ফটো
প্রতিপক্ষ পরিবর্তন হয়েছে, বদলেছে ভেন্যু এবং দেশও। তবে হারের ধারায় পরিবর্তন আনতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ৮ ম্যাচে হারার পর এবার যুক্তরাষ্ট্রে গিয়েও প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেল তারা পাকিস্তানের কাছে। এটি তাদের টানা ছয় নম্বর টি-টোয়েন্টি হার।

promotional_ad

ফ্লোরিডার লডারহিলে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১৪ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান তোলে ছয় উইকেটে ১৭৮ রান। জবাবে ক্যারিবীয়রা করতে পারে সাত উইকেটে ১৬৪ রান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তান জিতেছে ১৪ রানে।


আরো পড়ুন

আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ

১৪ ঘন্টা আগে
ফাইল ছবি

বাংলাদেশ সফরে টি–টোয়েন্টি সিরিজ হারা পাকিস্তান এই ম্যাচে দলে নেয় অভিজ্ঞ দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে। আফ্রিদি কিপটে বোলিং করে চার ওভারে মাত্র ২৭ রানে একটি উইকেট নেন। তবে রউফ ছিলেন ব্যয়বহুল। চার ওভারে দেন ৪১ রান, উইকেটশূন্য থাকেন।


টানা ৯ ম্যাচ টসে হারা ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে টস জিতেছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সব ম্যাচেই টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হয়েছিল তাদের। আজ শাই হোপ টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান, কিন্তু বোলাররা তার সেই সিদ্ধান্তকে কার্যকরভাবে সমর্থন দিতে পারেননি।


promotional_ad

পাওয়ারপ্লেতে পাকিস্তান হারায় কেবল সাহিবজাদা ফারহানকে। এরপর সাইম আইয়ুব ও ফখর জামান মিলে গড়েন ৫১ বলে ৮১ রানের জুটি। ইনিংসের শেষ দিকে ফাহিম আশরাফ ও মোহাম্মদ হারিসের ছোট কিন্তু কার্যকর ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পাকিস্তান।


আরো পড়ুন

৫-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো প্রত্যাশা করিনি: মার্শ

২৯ জুলাই ২৫
আউট হয়ে ফিরছেন মিচেল মার্শ, ফাইল ফটো

টি–টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন সাইম আইয়ুব। এ ম্যাচে অলরাউন্ড অবদান রেখেই পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। অথচ এর আগে বাংলাদেশ সিরিজে তিন ম্যাচে মাত্র ২৮ রান করেন তিনি। উইকেটও পাননি।


চোটের কারণে ব্র্যান্ডন কিং ও শিমরন হেটমায়ারকে না পাওয়ায় ব্যাটিং অর্ডারে ভিন্নতা আনতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। নতুন উদ্বোধনী জুটিতে নামেন জনসন চার্লস ও অভিষিক্ত উইকেটকিপার জুয়েল অ্যান্ড্রু। তারা ৭২ রানের জুটি গড়লেও লাগে ৬৭ বল, যা টি-টোয়েন্টির প্রেক্ষিতে কিছুটা ধীরগতির।


আফ্রিদির শুরুর চাপ ও পাকিস্তানের স্পিন আক্রমণ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংকে গুটিয়ে দেয়। এক পর্যায়ে বিনা উইকেটে ৭২ রান থেকে স্কোর দাঁড়ায় সাত উইকেটে ১১০। এরপর জেসন হোল্ডার ও শামার জোসেফের ২৩ বলে ৫৪ রানের জুটিও হার এড়াতে পারেনি। সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে লডারহিলেই, বাংলাদেশ সময় রোববার সকালে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball