এবার ৩৯ বলে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি

ভিডিও থেকে নেয়া
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসে আগের ম্যাচেই ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। পরের ম্যাচে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে সেঞ্চুরি করলেন ৩৯ বলে। হেডিংলিতে ব্রেট লি, স্টিভ ও’কেফি, ড্যান ক্রিস্টিয়ানদের উপর তাণ্ডব চালিয়ে ৪৬ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের অধিনায়ক।

promotional_ad

২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও সাবেকদের টুর্নামেন্টে খেলতে দেখা যায় ডি ভিলিয়ার্সকে। ইংল্যান্ডে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। পুরো টুর্নামেন্টেই ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ৪১ বছর বয়সি সাবেক এই ক্রিকেটার। ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৩ ছক্কা ও চারটি চারে ৩০ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।


আরো পড়ুন

ডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করা শামীম জানালেন, এটাই তাঁর কাজ

১৪ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

ডি ভিলিয়ার্সের ব্যাটিংয়ের পুরনো ঝলক দেখা যায় ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে। ১৫৩ রান তাড়ায় ৭ ছক্কা ও ১৫ চারে ৫১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলে প্রোটিয়াদের জেতান তিনি। তবে চোটের কারণে পরের পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলতে পারেননি তিনি। চোট কাটিয়ে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালান ডানহাতি এই ব্যাটার। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন তিনি।


promotional_ad



আরো পড়ুন

ব্রেভিস-লিন্ডেদের কাজ কঠিন করতে চেয়েছিলেন হেনরি

৭ ঘন্টা আগে
ম্যাচ জিতে কিউইদের উল্লাস, ফাইল ফটো

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে জে জে স্মুটকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে নামেন ডি ভিলিয়ার্স। ইনিংসের অষ্টম ওভারে পিটার সিডলের লেংথ ডেলিভারিতে লং অফের উপর দিয়ে ছক্কা মেরে ২২ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। সাউথ আফ্রিকান ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছেন ৩৯ বলে। ‍ডি আর্কি শর্টের বলে রিভার্স সুইপ করে সেঞ্চুরি করেছেন ডি ভিলিয়ার্স। একই ওভারে বাঁহাতি স্পিনারের বিপক্ষে ঝড় তুলেছেন ৪১ বছর বয়সি ব্যাটার।


সেই ওভারে চারটি চারের সঙ্গে একটি ছক্কা মেরে ২২ রান এনেছেন। ব্যাট হাতে ঝড় তুলে শেষ পর্যন্ত ৪৬ বলে ১২৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন সিডলের বলে। ১৫টি চারের সঙ্গে ৮টি ছক্কা মেরেছেন ডি ভিলিয়ার্স। সাউথ আফ্রিকান অধিনায়কের এমন ব্যাটিংয়ের দিনে ৫৩ বলে ৮৫ রান করেছেন স্মুট। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান তুলেছে সাউথ আফ্রিকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball