জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান

ছবি: টেস্ট দলে ফিরলেন সিকান্দার রাজা, ফাইল ফটো

সোমবার ঘোষিত এই দলে ফিরেছেন রয় কায়া ও টানুনুরওয়া মাকোনিও। অন্যদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা সবশেষ দল থেকে বাদ পড়েছেন টাকুডজোয়ানাশে কাইতানো, প্রিন্স মাসভাউরে, ওয়েলসি মাধেভেরে ও কুন্ডাই মাতিগিমু।
ত্রিদেশীয় সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা
১০ জুলাই ২৫
ইংল্যান্ডের টম ও স্যাম কারানের ভাই বেন কারান হাতের চোটের কারণে সাউথ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি। অন্যদিকে, সেই সময় মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলছিলেন সিকান্দার রাজা। টুর্নামেন্ট শেষে তিনি জাতীয় দলে ফিরেছেন এবং বর্তমানে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডেও আছেন। এবার জায়গা পেলেন টেস্ট দলেও।
প্রথম টেস্টে হেলমেটে বলের আঘাতে কনকাশনে পড়া ওপেনার ব্রায়ান বেনেট পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন এবং ত্রিদেশীয় সিরিজে খেলার পর জায়গা পেয়েছেন টেস্ট দলেও।

বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াই থামিয়ে দিতে চায় জিম্বাবুয়ে
২৬ এপ্রিল ২৫
তবে চোট কাটিয়ে সীমিত ওভারের দলে ফেরা পেসার রিচার্ড এনগারাভাকে রাখা হয়নি টেস্ট স্কোয়াডে। সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে ২৫ জুলাই, কিন্তু নিউজিল্যান্ড সিরিজের দলে তাকে রাখা হয়নি।
দুটি টেস্টই অনুষ্ঠিত হবে বুলাওয়েতে। প্রথম ম্যাচ শুরু ৩০ জুলাই, দ্বিতীয়টি ৭ আগস্ট। ২০১৬ সালের পর এবারই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, টানাকা চিভাঙ্গা, বেন কারান, ট্রেভর গুয়ান্ডু, রয় কায়া, টানুনুরওয়া মাকোনি, ক্লাইভ মাডান্ডে, ভিন্সেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।