মিডল অর্ডারে ব্যাটিংয়ের জন্য তৈরি থাকবেন ওপেনার নাইম

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাইম
শ্রীলঙ্কার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চার নম্বরে ব্যাটিং করেছেন নাইম শেখ। সাধারণত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিংয়েই ব্যাট করে থাকেন তিনি। হুট করে তাকে চার নম্বরে খেলানোর কারণে অবাক হয়েছিলেন অনেকে। তবে ম্যাচ শেষে জানা যায় জাকের আলী ইনজুরিতে থাকায় তার পরিবর্তে নাইমকে সুযোগ দেয়া হয়েছিল।

promotional_ad

নাইম জানিয়েছেন তিনি সেই সময় চার নম্বরে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তবে আগে থেকে জানলে মিডল অর্ডারেও ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন নাইম। শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন ছিল না। তবে ঐচ্ছিক অনুশীলন সেরেছেন নাইম।


আরো পড়ুন

নাইমের কাছে বাংলাদেশই এগিয়ে

১ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

অনুশীলন শেষে নাইম বলেন, 'সত্যি বলতে, আপনারা সবাই জানেন জাকের ইনজুরিতে ছিল দেখেই কিন্তু আমার চারে খেলতে হয়েছে। আমার পাঁচে খেলার কথা ছিল। তো ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে চারে খেলেছি। কিন্তু জাকের ইনজুরিতে থাকার কারণেই কিন্তু আমি খেলেছি। সাধারণত আমার খেলার কথাই ছিল না। তো মানসিকভাবে যদি আমি আগে থেকে জানতাম যে এমন সুযোগ আসবে...'


promotional_ad

ভবিষ্যতে মিডোল অর্ডারে ব্যাটিংয়ের জন্য তৈরি থাকার আশ্বাস দিয়ে নাইম আরও বলেন, 'সত্যি বলতে, এইভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রস্তুত থাকি। এখনও যে ব্যক্তিগত অনুশীলন করলাম, ওপেনিংয়ে কীভাবে খেলব বা সুযোগ আসলে কীভাবে কাজে লাগাব, সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি। সত্যি বলতে, ওইটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো পরেরবার যদি এভাবে সুযোগ আসে, অবশ্যই মাথায় থাকবে।'


আরো পড়ুন

নতুন টেস্ট অধিনায়ককে অন্তত ২ বছরের জন্য চান বাশার

১৭ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

একবার মিডল অর্ডারে সুযোগ আসায় ওপেনিং থেকে মন সরিয়ে নিচ্ছেন না নাইম। ওপেনিং নিয়েই থাকতে চান তিনি। ওপেনার হিসেবে অনেক সময়ই মিডল ওভারগুলোতে ব্যাট করতে হয় তাকে। তাই এমন সময়ে ব্যাটিংয়ের অভিজ্ঞতা আগে থেকেই আছে তার। তবে মিডল অর্ডারে খেলে যেসব সংগ্রাম পোহাতে হয় ব্যাটারদের। সেটাই অনুমান করার চেষ্টা করবেন তিনি।


নাইম বলেন, 'সবসময় যতদিন খেলেছি এখন পর্যন্ত, ওপেনার হিসেবেই ব্যাটিং করেছি। তো ওই মানসিকতা নিয়েই করলাম। কিন্তু মনের মধ্যে এটাও থাকে যে যদি মাঝখানে... এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না। কিন্তু হঠাৎ করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয়, মিডল অর্ডারের খেলোয়াড়রা যে জিনিসটা নিয়ে সংগ্রাম করে, ওই জিনিসগুলো কিন্তু সাধারণত আমার জানা থাকে না। অনেক সময় বাইরে থেকে সহজ মনে হয়। খেলে নতুন একটা অভিজ্ঞতা হলো। টোটালি ওই জায়গাটা ভিন্ন একটা জায়গা। তো সার্বিকভাবে সবকিছু মিলিয়ে সব জায়গায় অনুশীলন করি। কিন্তু এখন ব্যক্তিগত যে অনুশীলনটা ছিল, নিজের প্রস্তুতির জন্যই ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball