promotional_ad

প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ডে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

জয়ের পথে সাউথ আফ্রিকার উচ্ছ্বাস
বুলাওয়ায়োতে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ইনিংস ও ২৩৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সাউথ আফ্রিকা। এই টেস্টে প্রোটিয়ারা যে বড় জয় পাবে তা আগে থেকেই অনুমেয় ছিল। প্রথম ইনিংসে ২০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার পর ফলোঅনে পরেছিল জিম্বাবুয়ে। এরপর আর ইনিংস হার থেকে রক্ষা পায়নি তারা।

promotional_ad

এর ফলে টানা টেস্ট জয়ের রেকর্ড গড়েছে সাউথ আফ্রিকা। টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে সাউথ আফ্রিকা এবারই প্রথম টানা ১০ টেস্টে জয়ের রেকর্ড গড়েছে। এর আগে ২০০২ সালের মার্চ থেকে ২০০৩ সালের মে পর্যন্ত ৯টি টেস্টে জয়ের রেকর্ড গড়েছিল প্রোটিয়ারা। তারা নিজেদের আগের রেকর্ডই পেছনে ফেলেছে।


আরো পড়ুন

‘মুল্ডারময়’ দিনে চূড়ায় প্রোটিয়ারা, ইনিংস হারের পথে জিম্বাবুয়ে

১৬ ঘন্টা আগে
৩৬৭ রানে অপরাজিত ছিলেন উইয়ান মুল্ডার, ফাইল ফটো

সিরিজের প্রথম টেস্টে টেম্বা বাভুমার পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছিলেন কেশভ মহারাজ। সেই ম্যাচে ৩২৮ রানের জয় পায় সাউথ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচ থেকে ইনজুরির কারণে ছিটকে যান তিনি। ফলে এই ম্যাচে নেতৃত্ব ভার পান উইয়ান মুল্ডার। অধিনায়কত্ব পেয়েই ইতিহাস গড়া ৩৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মুল্ডার।


promotional_ad

তিনি ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ৪০০ রানের ইনিংসের কাছাকাছি গিয়েও তার প্রতি সম্মান দেখিয়ে ইনিংস ঘোষণা করে দেন। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৬২৬ রানের পর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে মাত্র ১৭০ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।


আরো পড়ুন

ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশের যুবারা

৯ ঘন্টা আগে
বিসিবি

তারা তৃতীয় দিনের খেলা শুরু করেন ১ উইকেটে ৫১ রান নিয়ে। শেষ পর্যন্ত তারা ২২০ রানে থামে। দলটির হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস লজে;এ নিক ওয়েলচ। আর ৪৯ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। ৪০ রান এসেছে আরেক ব্যাটার তাকুদাওয়ানাশে কাইতানোর ব্যাট থেকে।


দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ইনিংসে ধস নামিয়েছেন কর্বিন বশ ও সেনুরান মুত্তুস্বামী। দুজনে মিলেই নেন ৭ উইকেট। এর মধ্যে বশ পেয়েছেন ৪ উইকেট, মুত্তুস্বামীর ঝুলিতে যায় ৩ উইকেট। দুটি উইকেট পেয়েছেন ইথান ইউসুফ। আর একটি উইকেট পান অধিনায়ক মুল্ডার নিজেই।


ট্রিপল সেঞ্চুরির সঙ্গে দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মুল্ডার। আর সিরিজ জুড়ে ৭ উইকেটের পাশাপাশি ৫৩১ রান তুলে সিরিজ সেরার পুরষ্কারও উঠে তার হাতে। এই সিরিজে জিম্বাবুয়েকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সাউথ আফ্রিকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball