promotional_ad

আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান

ফাইল ছবি
এশিয়া কাপের আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। দ্বিপাক্ষিকের পরিবর্তে আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে তৃতীয় দল হিসেবে যোগ দিতে পারে সংযুক্ত আরব আমিরাত।

promotional_ad

আগামী কয়েক মাস সাদা বলের ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে পাকিস্তান। লম্বা সময়ের জন্য নিজেদের প্রস্তুত করতে ৪০ জনের বেশি ক্রিকেটার নিয়ে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ১৬ জুন থেকে শুরু হয়েছে স্কিলস ডেভেলভমেন্ট ক্যাম্প। পাকিস্তানের ব্যস্ততা শুরু হচ্ছে বাংলাদেশ সফর দিয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ জুলাই ঢাকায় পা রাখবেন সালমান আলী আঘারা।


আরো পড়ুন

পাকিস্তান শাহীন্সের বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন গুল

৫ জুলাই ২৫
পাকিস্তানের কোচিং করানোর সময় উমর গুল

বাংলাদেশ সফর শেষ করে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে পাকিস্তান। পরের সিরিজ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। দ্বিপাক্ষিক সিরিজ হলেও সেটি পরিবর্তনের পরিকল্পনা করছে পিসিবি। এশিয়া কাপের আগে প্রস্তুতির ঘাটতি না রাখতে আফগানিস্তানকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় তারা।


promotional_ad

পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে তৃতীয় দল হিসেবে কারা খেলবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সভাপতি মিরওয়াইজ আশরাফ নিশ্চিত করেছেন, তৃতীয় দল হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে। তাদের বিশ্বাস, ত্রিদেশীয় সিরিজটি এশিয়া কাপের প্রস্তুতির জন্য কাজে দেবে।


আরো পড়ুন

ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রশিদ-আজমতউল্লাহ

১২ জুন ২৫
রশিদ খান, ফাইল ফটো

এ প্রসঙ্গে আশরাফ বলেন, ‘আগষ্টে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু তারা সিরিজে আরেকটি দল হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করার পরামর্শ দিয়েছে। ত্রিদেশীয় সিরিজটি এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমাদের সহায়তা করবে।’


ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর মাঠে গড়াতে পারে এশিয়া কাপের এবারের আসর। ৭ সেপ্টেম্বর মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। তারা ছাড়াও এশিয়া কাপে দেখা যাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ ওভারের টুর্নামেন্টকে ভাবনায় রেখে টি-টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপ আয়োজন করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball