বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান

ছবি: ফাইল ছবি

সবশেষ কয়েকটি বিশ্বকাপেই ফিল্ডিংয়ে ব্যাপকভাবে ভুগতে হয়েছে পাকিস্তানকে। অদ্ভুতুরে ফিল্ডিং প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানের ফিল্ডারদের। ব্যাটিং কিংবা বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও উন্নতি করতে ম্যাকডরমটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান। ফিল্ডিং কোচ হিসেবে বেশ সুনাম রয়েছে তাঁর। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ান কোচের।
এশিয়া কাপ নিয়ে অবস্থান স্পষ্ট করতে ভারতকে এসিসির চিঠি
৩ জুলাই ২৫
২০২২ সালের মার্চে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ম্যাকডরমট। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসান, তামিম ইকবালদের সঙ্গে কাজ করার কথা ছিল তাঁর। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরেও গিয়েছিলেন তিনি। যদিও ম্যাকডরমটের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহ প্রকাশ করেনি বিসিবি।

পরবর্তীতে নিউজিল্যান্ড থেকেই অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন তিনি। বাংলাদেশের চাকরি ছাড়ার পর আফগানিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এ ছাড়া ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিসিবির একাডেমি প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ এবং হাই পারফরম্যান্স ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিন
৯ ঘন্টা আগে
এ ছাড়া শ্রীলঙ্কা জাতীয় দলের ফিল্ডিং কোচ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রধান কোচ ছিলেন। এমনকি অস্ট্রেলিয়া জাতীয় দলের অন্তর্বর্তী সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন। জাতীয় দলের বাইরে ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, নর্দান টেরিটরি এবং ক্রিকেট তাসমানিয়ার সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ম্যাকডরমটের। এবার পাকিস্তানের সঙ্গে কাজ করবেন এই অস্ট্রেলিয়ান।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ও বাংলাদেশ। পরের দুই ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৬ টায়। এই সফর দিয়েই পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্ব নেবেন ম্যাকডরমট।