ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্ট খেলতে চান উড

আন্তর্জাতিক
ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্ট খেলতে চান উড
মার্ক উড, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টেস্ট ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মার্ক উড। চলমান ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলতে চান ইংল্যান্ডের অভিজ্ঞ এই পেসার। ৩৫ বছর বয়সী এই পেসার বর্তমানে হাঁটুর চোট কাটিয়ে উঠছেন। আগামী ৩১ জুলাই শুরু হতে যাওয়া ওভাল টেস্টের আগে ফিট হয়ে উঠবেন বলেই বিশ্বাস তার।

চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাম পায়ের হাঁটুতে মিডিয়াল লিগামেন্টে আঘাত পান উড। ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর মার্চে অস্ত্রোপচার হয় তার। চার মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েন তিনি। ফলে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ থেকে কার্যত ছিটকে যান এই পেসার।

বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে উড বলেন, 'পুনর্বাসন ভালোই চলছে। আমি হালকা বোলিং করা শুরু করেছি, মানে এখন ফিরতি পথে রওনা হয়ে গেছি।'

'আমি এখনও এই সিরিজের অংশ হওয়ার চেষ্টা করছি যাতে মাঠে কিছু খেলোয়াড়কে কাছ থেকে দেখতে পারি, যাদের মুখোমুখি হতে পারি ভবিষ্যতে। আমার লক্ষ্য এখনও শেষ টেস্টে খেলা। এর আগে ফিরতে পারা একটু তাড়াহুড়ো হয়ে যাবে। শেষ টেস্টে হয়তো সুযোগ পাব না, কিন্তু আপাতত সেটাই আমার মূল লক্ষ্য।'

ওভালে সিরিজের পঞ্চম টেস্টটি শুরু হবে ৩১ জুলাই। উড যদি খেলতে চান, তবে তার আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তাকে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। ধারণা করা হচ্ছে, ২২ জুলাই সাসেক্সের বিপক্ষে ডারহামের হয়ে ম্যাচ খেলে মাঠে ফিরবেন তিনি।

উড নিজের পরিস্থিতি নিয়ে বলেন, 'শুরুটা একটু ধীরেই হয়েছে। খুব একটা কিছু করতে পারছিলাম না। তবে এখন ধীরে ধীরে গতি আসছে। বল হাতে নিচ্ছি—আশা করি আর বেশি সময় লাগবে না। আমি এখনও আশা করছি সিরিজের একেবারে শেষ দিকে অন্তত একটা ম্যাচ খেলতে পারব। তবে সবকিছু নির্ভর করছে সামনের দিনগুলোর উপর।'

এদিকে ইংল্যান্ড দলে চোটের মিছিল থামছে না। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ইংল্যান্ডের পেস আক্রমণ শুরু থেকেই কিছুটা নির্বিষ। জোফরা আর্চার ও ওলি স্টোন দু’জনই পুনর্বাসনে রয়েছেন। আর্চারকে দ্বিতীয় টেস্ট থেকে পাওয়া যেতে পারে এবং সাসেক্সের হয়ে তিনিও মাঠে নামবেন বলে জানা গেছে।

আরো পড়ুন: মার্ক উড