পাকিস্তানের নির্বাচক প্যানেলে একটি পরিবর্তন

আন্তর্জাতিক
পাকিস্তানের নির্বাচক প্যানেলে একটি পরিবর্তন
পিসিবির নির্বাচক কমিটির বৈঠক
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তান জাতীয় দলের নির্বাচক প্যানেলে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে ডেটা অ্যানালিস্ট হাসান চীমাকে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে উসমান হাশমিকে। তিনি নির্বাচক কমিটিকে সহায়তা করবেন কিন্তু দল নির্বাচনে তার আর কোনো ভূমিকা থাকবে না। সময় ভোট দেওয়ার অধিকার থাকবে না।

পিসিবি বিবৃতিতে বলেছে, 'বোর্ড শুধুমাত্র ডেটা অ্যানালিস্টকে পরিবর্তন করেছে, যার দল নির্বাচনের সময় ভোট দেয়ার কোনো অধিকার নেই। হাসান চীমার স্থলে উসমান হাশমিকে নির্বাচক কমিটিকে সহায়তা করার জন্য ডেটা অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।'

নির্বাচক প্যানেলের বাকি সদস্যরা অপরিবর্তিত রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক অন্তর্বর্তী প্রধান কোচ আাকিব জাভেদ, আম্পায়ার আলীম দার এবং সাবেক ক্রিকেটার আজহার আলী ও আসাদ শফিক—তাদের প্রত্যেকেই ভোট দিয়ে দল নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো দল চূড়ান্ত করার আগে কমিটি সংশ্লিষ্ট দলের প্রধান কোচ ও অধিনায়কের সাথে পরামর্শ করতে বাধ্য থাকবেন। গত কিছুদিন ধরেই পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন ছিল নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসতে চলেছে।

অনেকে ধারণা করছিলেন নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দেয়া হতে পারে আজহার আলী ও আসাদ শফিককে। তাদের জায়গায় সুযোগ পেতে পারেন সরফরাজ আহমেদ ও সিকান্দার বখত। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। পিসিবি বিবৃতিতে নিশ্চিত করেছে আর কোনো পরিবর্তন আসবে না নির্বাচক প্যানেলে।

আরো পড়ুন: পাকিস্তান