ওয়েস্ট ইন্ডিজ দলে ৩ নতুন মুখ, ফিরলেন হোপ-ক্যাম্পবেল

ওয়েস্ট ইন্ডিজ দল, ফাইল ফটো
আসন্ন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরুর আগে দল পুনর্গঠন করেছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজকে সামনে রেখে ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে দলটিতে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন পুরোনো ও নতুন মুখ। দলে ফিরেছেন শাই হোপ ও জন ক্যাম্পবেল। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ব্র্যান্ডন কিং, কেভলন অ্যান্ডারসন ও ইয়োহান লেইন।

promotional_ad

এই মাসের শেষ দিকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের সিরিজ। ২৫ জুন বার্বাডোজে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট দিয়ে দুই দলই যাত্রা শুরু করবে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ৩ জুলাই (গ্রেনাডা) ও ১২ জুলাই (জ্যামাইকা, দিন-রাতের টেস্ট)।


আরো পড়ুন

টেস্টের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট, ক্যারিবীয়দের টি-টোয়েন্টির নেতৃত্বে হোপ

১ এপ্রিল ২৫
শাই হোপ ও ক্রেইগ ব্র্যাথওয়েট

নতুন অধিনায়ক রস্টন চেইজের অধীনে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার কেমার রোচের। পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজে স্পিন সহায়ক কন্ডিশনে সেভাবে সফল না হওয়ায় এবার বাইরে রাখা হয়েছে তাকে। দলে জায়গা হয়নি আরও কয়েকজন নিয়মিত মুখের। এদের মধ্যে আছেন জশুয়া ডা সিলভা, আলিক অ্যাথানেজ, গুড়াকেশ মোতি ও কেভিন সিনক্লেয়ার।


promotional_ad

দলে নতুন করে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ৩০ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার ব্র্যান্ডন কিং। ওয়ানডেতে ১০০’র বেশি ম্যাচ খেলা এই ব্যাটার এবার প্রথমবারের মতো সাদা পোশাকে সুযোগ পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচে তার রান ৩৪.৫৩ গড়ে আড়াই হাজারের বেশি। ঘরোয়া আসর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে ৭১ গড়ে ৫৭৩ রান করে নজর কাড়েন কেভলন অ্যান্ডারসন।


পেস বোলিং বিভাগে নতুন সংযোজন ইয়োহান লেইন। ২১ বছর বয়সী এই অলরাউন্ডার প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচে নিয়েছেন ৬৩ উইকেট। বোলিংয়ে তাকে দেখা যেতে পারে জেইডেন সিলস, আলজারি জোসেফ ও শামার জোসেফের সঙ্গে। স্পিন বিভাগে আছেন অধিনায়ক চেইজ ও সহ-অধিনায়ক জোমেল ওয়ারিক্যান।


দলে ফেরা দুই ওপেনার ক্যাম্পবেল ও হোপ শেষবার টেস্ট খেলেছেন যথাক্রমে ২০২২ ও ২০২১ সালে। ক্যাম্পবেল এবারের ঘরোয়া মৌসুমে করেছেন তিনটি সেঞ্চুরি, হোপের টেস্ট অভিজ্ঞতা রয়েছে ৩৮ ম্যাচের, যেখানে তার রান ৪১.৮৫ গড়ে এক হাজার ৭২৬।


ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রস্টন চেইজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, শেই হোপ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, ইয়োহান লেইন, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, জেইডেন সিলস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball