জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস

ছবি: লম্বা সময় পর মাঠে ফিরলেন বেন স্টোকস, ফাইল ফটো

চোটের কারণে লম্বা সময় দলের বাইরে ছিলেন স্টোকস। পুনর্বাসন প্রক্রিয়া শেষে পুরোপুরি ফিট হয়েই মাঠে নামছেন তিনি। স্টোকসের ফেরা নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট। তার দলে ফেরা দলের পরিকল্পনায় স্থিরতা এনে দেবে বলে প্রত্যাশা ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের।
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১৪ মার্চ ২৫
স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার স্যাম কুক। তিনি দলে এসেছেন ম্যাথু পটসের জায়গায়। তার সঙ্গে পেস আক্রমণে থাকছেন জশ টাং ও গাস অ্যাটকিনসন। স্পিন বিভাগে সুযোগ পেয়েছেন শোয়েব বশির।

ব্যাটিং লাইনআপে থাকছেন পরিচিতরাই। জ্যাক ক্রলি ও বেন ডাকেট ওপেন করবেন, তিনে থাকবেন ওলি পোপ। চার নম্বরে জো রুট এবং পাঁচে হ্যারি ব্রুক খেলবেন। উইকেটকিপারের দায়িত্বে থাকছেন জেমি স্মিথ। লম্বা সময় পর এই ম্যাচে প্রথমবার ঘরের মাঠে জেমস অ্যান্ডারসন বা স্টুয়ার্ট ব্রড ছাড়া খেলতে যাচ্ছে ইংল্যান্ড।
‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম
৩ ঘন্টা আগে
পেস বিভাগে এখন দায়িত্ব বুঝে নেয়ার সুযোগ পাচ্ছেন নতুনরা। ফলে বোলিং আক্রমণেও নতুন যুগের সূচনা করছে ইংল্যান্ড। জিম্বাবুয়ের পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), গাস অ্যাটকিনসন, স্যাম কুক, জশ টাং ও শোয়েব বশির।