ইংল্যান্ড সিরিজে জিম্বাবুয়ের কোচিং স্টাফে ব্যালান্স

ছবি: ইংল্যান্ড সিরিজে জিম্বাবুয়ের কোচিং স্টাফে গ্যারি ব্যালান্স, ফাইল ফটো

আগামী ২২ মে ট্রেন্ট ব্রিজে একমাত্র টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ২০০৩ সালের পর ইংলিশ মাটিতে এটি হবে তাদের প্রথম টেস্ট ম্যাচ। ব্যালান্সের পরিচিত মাঠে এই ফেরাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জিম্বাবুয়ে বোর্ড।
ইংল্যান্ডের টেস্ট দলে চমক কুক-কক্স, ফিরলেন টাংও
২ মে ২৫
'ইংলিশ কন্ডিশন ও ব্যাটিংয়ের টেকনিক নিয়ে ব্যালান্সের অভিজ্ঞতা তরুণদের কাজে লাগবে।', এক বিবৃতিতে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

ব্যালান্স নিজে ইংল্যান্ডের হয়ে ২৩টি টেস্ট খেলেছেন, যেখানে চারটি সেঞ্চুরি ছিল তার ঝুলিতে। সিডনিতে অ্যাশেজ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল তার। ইংল্যান্ডের হয়ে দ্রুততম এক হাজার রানের কীর্তিও আছে তার নামের পাশে।
এরপর জিম্বাবুয়ের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়েন ব্যালান্স। দুটি ভিন্ন দেশের হয়ে টেস্ট সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখান কেপলার ওয়েসেলসের পাশে। এরপর ২০২৩ সালের এপ্রিলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন মাত্র ৩৩ বছর বয়সে।
জিম্বাবুয়ে দল ১০ মে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবে। ম্যাচের আগে লেস্টারে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা কাউন্টি একাদশের বিপক্ষে। ব্যালান্সের অভিজ্ঞতা এই সফরে জিম্বাবুয়ের জন্য কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।