promotional_ad

নিউজিল্যান্ডের বর্ষসেরা হেনরি-কার

অ্যামেলিয়া কার ও ম্যাট হেনরি, এনজেডসি
বুধবার অনুষ্ঠিত হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটের অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সেখানেই ক্রিকেটারদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। হেনরি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন। গত মৌসুমে বল হাতে দারুণ ফর্মে ছিলেন হেনরি। ৫ টেস্টে ২০.০৮ গড়ে ২৫ উইকেট নেন তিনি।

promotional_ad

ওয়ানডেতে হেনরি ছিলেন আরও তুখোড় ফর্মে। ৫০ ওভারের ক্রিকেটে গত মৌসুমে হেনরি ২৪ উইকেট নেন ১৫.৫০ গড়ে। নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিতেও এই পেসার বড় ভূমিকা রেখেছিলেন। ছেলেদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন জ্যাকব ডাফি।


আরো পড়ুন

টি-টোয়েন্টিতে ফেরা হচ্ছে না হেনরির, বাদ পড়লেন জেমিসন

২২ মার্চ ২৫
ম্যাট হেনরি ও কাইল জেমিসন

টি-টোয়েন্টিতে ৯.৭১ গড়ে ২১ উইকেট পেয়েছেন এই পেসার। এমন পারফরম্যান্সের সুবাদেই টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। এদিকে প্রথম শ্রেণির ক্রিকেটের দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ ‘রেডপাথ কাপ’ জিতেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।


promotional_ad

মৌসুম জুড়ে ৩ টেস্ট খেলে ৩৯৫ রান করেছেন তিনি তাও আবার ৬৫.৮৩ গড়ে। এই রানের পথে একটি সেঞ্চুরির সঙ্গে দুটি হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। নারীদের ক্রিকেটের একাধিক পুরষ্কার বাগিয়ে নিয়েছেন কার। তিনি বর্ষসেরা ক্রিকেটার হওয়ার সঙ্গে বর্ষসেরা ওয়ানডে, টি-টোয়েন্টি এমনকি উইমেন’স সুপার স্ম্যাশ প্লেয়ারের পুরষ্কার নিজের হাতে নিয়েছেন।


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে কার। সেই টুর্নামেন্টে ১৫ উইকেট শিকার করেছেন। যা টুর্নামেন্টে সর্বোচ্চ। ব্যাট হাতেও ১৩৫ রান করেছেন তিনি। ফাইনালের সেরার সঙ্গে টুর্নামেন্ট সেরার পুরষ্কারও পেয়েছিলেন কার। নিউজিল্যান্ডের বর্ষসেরা হওয়ার আগে আইসিসির বর্ষসেরাও হয়েছেন এই নিউজিল্যান্ডের ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball