ছিটকে গেলেন লাথাম, বদলি অধিনায়ক ব্রেসওয়েল

আন্তর্জাতিক
ছিটকে গেলেন লাথাম, বদলি অধিনায়ক ব্রেসওয়েল
বদলি অধিনায়কেরও বদলি বেছে নিতে হলো নিউজিল্যান্ডকে, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না টম লাথাম। মিচেল সান্টনারসহ নিয়মিত ক্রিকেটাররা আইপিএলে থাকায় লাথামকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। এবার লাথাম ছিটকে পড়ায় নেতৃত্বের দায়ভার দেয়া হয়েছে মাইকেল ব্রেসওয়েলকে।

অনুশীলনে ব্যাটিংয়ের সময় ডান হাতের আঙুলে আঘাত পান ৩২ বছর বয়সী লাথাম। এক্স-রে করে তার আঙুলে চিড় ধরা পড়ে। পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে নিউজিল্যান্ড, যেখানে দলকে নেতৃত্ব দিয়েছেন ব্রেসওয়েল।

১০টি টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিলেও এবারই প্রথম ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেবেন ব্রেসওয়েল। আর লাথামের পরিবর্তে দলে ফিরেছেন ৩৩ বছর বয়সী হেনরি নিকোলস। গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এই ফরম্যাটে আর খেলেননি তিনি।

আইপিএলের কারণে টি-টোয়েন্টির সিরিজের মতো ওয়ানডে সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক মিচেল সান্টনার, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন ও রাচিন রবীন্দ্র। আইপিএলে ধারাভাষ্য দেয়া ও পিএসএলে ডাক পাওয়া কেন উইলিয়ামসনও এই সিরিজে নেই।

১৩ সদস্যের স্কোয়াডে নতুন মুখ দুজন।  ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে প্রথমবারের মতো নিউজিল্যান্ড জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ ব্যাটার মোহাম্মদ আব্বাস ও নিক কেলি।
‘ওয়ার্কলোড’ বিবেচনায় ওয়ানডে সিরিজে নেই কাইল জেমিসন। চোটের কারণে নেই ম্যাট হেনরিও।

২৯ মার্চ নেপিয়ারে শুরু সিরিজের প্রথম ওয়ানডে, ২ ও ৫ এপ্রিল পরের দুই ম্যাচ হবে যথাক্রমে হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে।

নিউজিল্যান্ড ওয়ানডে দল: হেনরি নিকোলস , মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কি, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ এবং উইল ইয়াং।

আরো পড়ুন: মাইকেল ব্রেসওয়েল