পাকিস্তানের ওয়ানডে দলে ফিরছেন হারিস রউফ

ছবি: পাকিস্তানের জার্সিতে হারিস রউফ

এবার টি-টোয়েন্টিতে পারফর্ম করে ওয়ানডে দলে ফিরেছেন হারিস। তবে এখনই ফেরা হচ্ছে না আফ্রিদির। আগামী ২৯ মার্চ থেকে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে পাকিস্তানের। ক্রিকেট পাকিস্তানকে একটি সূত্র জানিয়েছে টিম ম্যানেজমেন্টের অনুরোধের পর পিসিবি চেয়ারম্যান হারিসকে দলে নেয়ার অনুমতি দিয়েছেন।
‘নতুন’ পাকিস্তানকে ১০-১৫ ম্যাচ সুযোগ দিতে বলছেন হারিস
২০ মার্চ ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বাইরে রেখেই ওয়ানডে দল ঘোষণা করে পিসিবি। মূলত তারুণ্য নির্ভর দল গড়তেই এমনটা করা হয়। হারিসের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন পাকিস্তান দলের প্রধান কোচ আকিব জাভেদও।

হারিসের পাশাপাশি একজন উইকেটরক্ষক ব্যাটারকেও নিউজিল্যান্ডে দলের সঙ্গে রাখা হবে বলে জানা গেছে। সেটা মোহাম্মদ হারিস নাকি উসমান খান এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
শেষের ৬ ব্যাটারের ৩ রান, জেতা ম্যাচ হারল পাকিস্তান
২৯ মার্চ ২৫
নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ মার্চ নেপিয়ারে। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে হ্যামিল্টনে ২ এপ্রিল এবং তৃতীয় ম্যাচ ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইতে। ওয়ানডে সিরিজে পাকিস্তানের নেতৃত্বে ফিরছেন মোহাম্মদ রিজওয়ান।